TRENDING:

Hooghly News: রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু

Last Updated:

একটি লরি দ্রুতগতিতে ছুটে এসে তাঁকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এবং পরিবারের লোকজন গুরুতর আহত সনৎ হাজরাকে তারকেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় মধ্যবয়স্ক ব্যক্তির মৃত্যু। তারকেশ্বরের চাপাডাঙা এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম সনৎ হাজরা (৪০)।
advertisement

আরও পড়ুন: ট্রেনে ফেলে আসা ল্যাপটপ উদ্ধার করে ফিরিয়ে দিল আরপিএফ

মৃত সনৎ হাজরার বাড়ি ওই এলাকাতেই। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, সনৎবাবু রাস্তা পার হচ্ছিলেন। সেইসময় একটি লরি দ্রুতগতিতে ছুটে এসে তাঁকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এবং পরিবারের লোকজন গুরুতর আহত সনৎ হাজরাকে তারকেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেন। কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার আগেই তারকেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই তিনি মারা যান।

advertisement

View More

হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাস্তা দিয়ে স্পিড লিমিট না মেনে গাড়ি চলাচল করায় ক্ষুব্ধ এলাকার মানুষ। এদিকে দুর্ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে এসে হাজির হয় তারকেশ্বর থানার পুলিশ। এই দুর্ঘটনার জেরে ওই রাস্তা দিয়ে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। ফলে যানজট তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কী করে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল