TRENDING:

Hooghly News: সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে তাইকোয়ান্ডোতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন পান্ডুয়ার মন্দিরা

Last Updated:

Hooghly News: আমরা নারী আমরাও পারি। বর্তমান সময়ে পড়াশোনা হোক কিংবা খেলাধুলা কোন কিছুতেই পিছিয়ে নেই মেয়েরা। কেউ যদি স্বপ্ন দেখে সেই স্বপ্ন কিভাবে পূরণ করতে হয় তার অনন্য নিদর্শন তৈরি করেছে হুগলির পান্ডুয়ার মন্দিরা মন্ডল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: আমরা নারী আমরাও পারি। বর্তমান সময়ে পড়াশোনা হোক কিংবা খেলাধুলা কোন কিছুতেই পিছিয়ে নেই মেয়েরা। কেউ যদি স্বপ্ন দেখে সেই স্বপ্ন কীভাবে পূরণ করতে হয় তার অনন্য নিদর্শন তৈরি করেছেন হুগলির পান্ডুয়ার মন্দিরা মন্ডল। তিনি তাইকোন্ডতে রাজ্য ও জাতীয় চ্যাম্পিয়ন। একই সঙ্গে সাউথ এশিয়ান চ্যাম্পিয়ানশিপে নির্বাচিত হওয়ার পর মন্দিরা ই্চ্ছে বাবার স্বপ্ন সফল করতে।
advertisement

মন্দিরার বাবা মানিক মন্ডল পরিযায়ী শ্রমিক। তাঁর ইচ্ছা ছিলখেলাধুলা করে সেনা বাহিনীতে যোগ দিক। কিন্তু আর্থিক সচ্ছলতা না থাকায় খেলাধুলাও হয়নি সেনা বাহিনীতে যোগ দেওয়াও হয়নি। সংসার টানতে ভিন রাজ্যে পারি দিতে হয়। তাই নিজের স্বপ্ন বড় মেয়ে মন্দিরা বাস্তব রূপ দেবে। সেই স্বপ্নই দ্খেেন মানিক মন্ডল। মানিক হায়দ্রাবাদে রাজমিস্ত্রির সেন্টারিং এর কাজ করেন। মন্দিরা এবছর তিন্না ইলামপুর স্মৃতি বিদ্যামন্দির থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে।

advertisement

২০১৭ সালে স্থানীয় এক তাইকোন্ড শিক্ষক সুকান্ত মিস্ত্রির কাছে মেয়েকে ভর্তি করেন মানিক মণ্ডল। প্রথম পান্ডুয়া তেলিপাড়ায় একটি প্রতিযোগীতায় যোগ দিয়ে তৃতীয় হয়। সেই থেকে শুরু। এরপর একে একে রাজ্য ও জাতীয় স্তরে সোনা জয়। কলকাতা, দিল্লী, লক্ষ্ণৌতে তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় প্রতিপক্ষকে ধরাশায়ী করে সম্প্রতি সাউথ এশিয়ান চ্যাম্পিয়ানশিপে নির্বাচিত হয়েছে মন্দিরা মণ্ডল।

advertisement

আরও পড়ুনঃ Virat Kohli: এশিয়া কাপের আগে বিরাট কোহলিকে কড়া বার্তা বিসিসিআই-এর! গোটা দলকে দেওয়া হল সাবধানবাণী

View More

ভবিষ্যতে বাবার স্বপ্ন সত্যি করা মন্দিরার ইচ্ছা। পাশাপাশি এশিয়ান গেমস ও অলিপিক্সের মত আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চ থেকে দেশের হয়ে পদক আনতে চায় মন্দিরা। কন্যাশ্রী দিবসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর কাছ থেকেও মানপত্র সহ পুরস্কার পেয়েছেন মন্দিরা। আর তাতে উচ্ছ্বসিত তার পরিবার থেকে প্রতিবেশীরা। মেয়ের সাফল্যে খুশি মা মিলন মন্ডল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে তাইকোয়ান্ডোতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন পান্ডুয়ার মন্দিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল