এত সংখ্যক ভোটারের জন্য একটি মাত্র ভোট গ্রহণ কেন্দ্র থাকায় প্রথম থেকেই খুব ধীর গতিতে চলছিল ভোট। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন সেখানকার ভোটাররা। রাত বারোটা বেজে গেল ভোট পর্ব শেষ করে ভোট কর্মীরা বেরোতে পারেননি স্কুল ছেড়ে। শেষ পর্যন্ত ভোট হয় চর কৃষ্ণবাটি ১৬ নম্বর বুথে।
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল (West Bengal Panchayat Election Result 2023) Check LIVE
advertisement
আরও পড়ুন:
বিরোধীদের অভিযোগ রাতের অন্ধকারের ভোটেই চলেছে ব্যাপক সন্ত্রাস। বেধড়ক মারধর করা হয় বিজেপি সমর্থকদের। আহত হন চারজন বিজেপি সমর্থক। তাদের মধ্যেই গুরুতর আহত হন বলাগড় বিধানসভার অন্তর্গত মণ্ডল ২ এর বিজেপির সভাপতি সুজয় বিশ্বাস। মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। ভোট উপভোগ পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে বলাগড় এলাকা। আহত বিজেপি মন্ডল সভাপতিকে প্রথমে জিরাট আহমেদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা দেখে তাকে পাঠানো হয় চুঁচুড়া সদর হাসপাতালে।
রাহী হালদার