আরও পড়ুন: ‘চেনেন আমাকে? নদী বাঁধের কোথাও সমস্যা আছে?’ মোকার আশঙ্কায় সদর দরজায় হাজির বিডিও
স্থানীয় বাসিন্দারা জানান, বালি বোঝাই ট্রাক্টরটি দ্রুত গতিতে যাচ্ছিল। হঠাৎই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাক্টরের উপর বসেছিলেন কয়েকজন ব্যক্তি। তাঁদের মধ্যে দু’জন বালির নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ভর্তি করেন স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গোঘাট থানার ওসি শৈলেন্দ্র উপাধ্যায় সহ বিশাল পুলিশ বাহিনী।
advertisement
এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজট থাকে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ থাকছে না। তার ফলে কিছু গাড়ি মাঝেমধ্যে বেপরোয়া গতিতে যাতায়াত করছে। আর তার জেরে হামেশা দুর্ঘটনা ঘটছে। এদিনের ঘটনাও বেপরোয়া গাড়ি চলাচলের ফলেই হয়েছে বলে স্থানীয়দের দাবি।
শুভজিৎ ঘোষ