আরও পড়ুন: খানাকুলের নদীর নাম কানা দারকেশ্বর কেন! জানুন অবাক করা কাহিনী
এই দিন বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে অমিত ক্রিয়েশনের উদ্যোগে চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দিরে সারাদিনব্যাপী কবিতা পাঠের অনুষ্ঠিত হয় ।শতাধিক বাচিক শিল্পী ও কবি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী গৌতম হালদার । সন্ধ্যায় বিশিষ্ট বাচিক শিল্পী মুনমুন মুখার্জির আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
advertisement
আরও পড়ুন: গরিবের মাছ’ বলে বাজারে এড়িয়ে যান? স্বাদে হিট, গুণেও চমকে দেবে! কাঁটাশুদ্ধ চিবিয়ে খান,
সারাদিনব্যাপী কবিতা উৎসব সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষে সুদীপা রায় জানান, সারাদিনব্যাপী তাদের এই কবিতা উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবিতা প্রেমী মানুষ একত্রিত হয়েছেন। সারাদিনব্যাপী চলবে কবিতা পাঠ। এই একটা দিন যে দিনে সমস্ত কবিতা প্রেমী মানুষরা সবকিছু ভুলে কবিতার টানে একত্রিত হন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কবিতা বিপ্লবের এক ভাষা যে ভাষা শিল্পের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। কবিতা পাঠের মধ্যে দিয়ে এই দিন কবিতা প্রেমের সকল মানুষ উদযাপন করেন বিশ্ব কবিতা দিবস।
রাহী হালদার