Hooghly News: খানাকুলের নদীর নাম কানা দারকেশ্বর কেন! জানুন অবাক করা কাহিনী

Last Updated:

এক সাধক অভিরাম গোস্বামী খানাকুলে প্রতিষ্ঠা করেছিলেন গোপিনাথের মন্দির। এই মন্দিরের পাশেই বয়ে চলেছে কানা দারকেশ্বর নদী।

+
মন্দির 

মন্দির 

খানাকুল: ভারতবর্ষের বহু তীর্থক্ষেত্র রয়েছে।কিন্তু হুগলি জেলার খানাকুলের প্রত্যন্ত গ্রামের বহু প্রাচীনতম মন্দির রয়েছে। যা বিভিন্ন সময়ে বিভিন্ন সাধক মুনিঋষি ও তৎকালীন সময়ে রাজা ও জমিদারের বেশ কিছু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কখনো তাদের কুলো দেবতা হিসাবে দেবী মূর্তির প্রতিষ্ঠা হয়েছিল আবার কোন সাধক তার সাধনায় কোন দেবদেবীকে পেয়ে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তেমনি এক সাধক অভিরাম গোস্বামী খানাকুলে প্রতিষ্ঠা করেছিলেন গোপিনাথের মন্দির একসময় গোপীনাথের এই মন্দির ভিড়েই খানাকুলে বিশাল উৎসবের আয়োজন হতো।
শুধু খানাকুলের মানুষ নয়। তৎকালীন সময়ে সাধক অবিরাম গোস্বামীর বহু শিষ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তে আর সেই সূত্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই বহু ভক্তের সমাগম ঘটতো গোপিনাথের মন্দিরে।যা প্রায় কয়েকশ বছর আগেকার ঘটনা, জৌলু হারালেও সাধক অবিরাম গোস্বামীর প্রতিষ্ঠিত গোপীনাথের মন্দির আজো বর্তমান নিত্যসভার পুজো হয় এবং বছরের কয়েকটা বিশেষ দিনে গোপিনাথের ভোগ হয় তা গিয়ে মানুষের সমাগম ঘটে মেলা বসে। সেই ঐতিহ্য বাজায় রেখেছে এখনো পূজারী রায়।
advertisement
তবে অবিরাম গোস্বামীর এই মন্দির প্রতিষ্ঠা ঘিরে এক ইতিহাস রয়েছে। একসময় সাধনার জন্যই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন অবিরাম গোস্বামী। আর সেই সাধনা করতেই খানাকুলের দারকেশ্বর নদীর পাড়ে ধানস্থ হয়ে সাধনা করছিলেন। আর তারপরেই মনস্থির করে এখানে গোপীনাথের মন্দির প্রতিষ্ঠা করবেন। সেই সময়ে এই দারকেশ্বর নদী দিয়েই খানাকুলে পৌঁছে যেত স্টিমার লঞ্চ জাহাজ। তবে বর্তমান পূজারীর মুখে শোনা তিনি জানান। খানাকুলের গোপীনাথের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অবিরাম গোস্বামী তিনি একজন সাধক ছিলেন।
advertisement
advertisement
দ্বারকেশ্বর নদী সেই সময় বিশাল আকার ছিল। এখানে জাহাজ স্টিমার লঞ্চ বহু মানুষের যাতাচ্ছিল। তবে মন্দির প্রতিষ্ঠার পর একদিন সাধক অভিরাম গোস্বামী ঠাকুরের কাপড় নদীতে ধরছিলেন। সেই সময় জলেশ্বরতে সে ঠাকুরের কাপড় নিয়ে চলে যায়। আর অবিরাম গোস্বামী অভিশাপ দেয় তোর এত দম্ভ তুই কানা হয়ে যাবি। তারপর কিন্তু নদী শুকিয়ে পাড়ে মাটি পরে পরে ছোট হয়ে যায়। তাই তারপর থেকেই এই নদীর নাম হয়ে যায় কানা দ্বারকেশ্বর। এখন আর জাহাজও চলে না স্টিমারও আসে না লোকজনে যাতা তো কমেছে। সাধনা জেরেই ভগবান গোপিনাথের আবির্ভাব হয়েছিল এখানে। যা সম্ভব হয়েছিল সাধক অবিরাম গোস্বামী।
advertisement
আরও পড়ুন: Lok Sabha Election 2024: জনসংযোগে বেরিয়ে হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়
মন্দিরের সেবাহিত রঞ্জিত গোস্বামী জানান, এখনও বহু মানুষ সারা বছরই অবিরাম গোস্বামীর গোপীনাথের মন্দিরে দর্শন করতে আসে বিভিন্ন প্রান্ত থেকে সেই জৌলুস না থাকলেও ঐতিহ্যকে আঁকড়ে ধরেই বংশপরম্পরা আজও পূজা করে আসছি। দেশের বিভিন্ন প্রান্তের যে সমস্ত তীর্থস্থান রয়েছে তার মধ্যে খানাকুলে গোপীনাথের মন্দির ও একটি।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: খানাকুলের নদীর নাম কানা দারকেশ্বর কেন! জানুন অবাক করা কাহিনী
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement