Arvind Kejriwal Arrested: ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! রাতেই সুপ্রিম কোর্টে আপ

Last Updated:

আবগারি মামলায় তাঁর বিরুদ্ধে যাতে কোনও কঠোর পদক্ষেপ না করা হয়, সেজন্য হাইকোর্টে আগেই আবেদন জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার আপ নেতা।

ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! রাতেই সুপ্রিম কোর্টে আপ
ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! রাতেই সুপ্রিম কোর্টে আপ
নয়াদিল্লি: গ্রেফতার করা হল দিল্লির মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় আপ নেতাকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার সন্ধ‍্যায় দিল্লির মুখ‍্যমন্ত্রীর বাসভবনে পৌছান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যে আবগারি মামলায় উপ মুখ‍্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জেলে রয়েছেন সেই মামলাতেই জিজ্ঞাসাবাদ করার জন‍্যই পৌঁছন ইডি আধিকারিকরা গিয়েছিলেন বলেই খবর।
এর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ৯ বার সমন জারি করে দিল্লির মুখ‍্যমন্ত্রীকে তলব করা হলেও তিনি জিজ্ঞাসাবাদের সামনে হাজির হন নি। শেষবার তাঁর গরহাজিরার পরেই তল্লাশির ওয়ারেন্ট-সহ হাজির ইডির উচ্চপদস্থ আধিকারিকরা। বৃহস্পতিবার সন্ধ‍্যের পর থেকেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় কেজরিওয়ালের বাসভবনের বাইরে।
ইডি হানার খবর পেয়ে আপ শীর্ষ নেতৃত্ব এবং সমর্থকেরা সেখানে পৌঁছে যান। এবং প্রতিবাদ করতে শুরু করেন। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় কেজরিওয়ালের ফোন, ট‍্যাব এবং ল‍্যাপটপ বাজেয়াপ্ত করে ইডি। যদিও এবিষয়ে স্পস্ট কোনও তথ‍্য প্রদান করা হয় নি।
advertisement
advertisement
আবগারি সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে যাতে কোনও কঠোর পদক্ষেপ না করা হয়, সেজন্য হাইকোর্টে আগেই আবেদন জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই আবেদন নাকচ করে দেয় আদালত। শেষ পর্যন্ত গ্রেফতার হন আপ নেতা।
advertisement
প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আবগারি মামলায় সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি। দিল্লির শিক্ষামন্ত্রী এবং আপ নেত্রী অতিশী মারলেনা X করে জানালেন সেকথা।
advertisement
আবগারি দুর্নীতিতে দিল্লিতে এর আগে মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে ইডি। এরপরই মুখ‍্যমন্ত্রী কেজরিওয়ালকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Arvind Kejriwal Arrested: ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! রাতেই সুপ্রিম কোর্টে আপ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement