অনিমা চক্রবর্তীর ছেলে বলেন তখন আমাদের পরিবারের অবস্থা ভাল ছিল না, মা লোকের বাড়িতে কাজ করতে যেতেন। সেখান থেকে যেটুকু ভাত, মুড়ি নিয়ে আসতেন সেটুকুই আমাদের পরিবারের সবাইকে দিয়ে দিতেন যার কারণে মা না খেয়ে খেয়েই এভাবেই জীবন কাটিয়ে আসছেন। বাড়িতে রান্না করা ভাত মুড়ি না খেয়েই লিকুইড খাবার খেয়ে এভাবেই বেঁচে আছেন অনিমা চক্রবর্তী।
advertisement
আরও পড়ুন: ফের 'রেফার' বলি শহরে? কলকাতার ৩ নামি হাসপাতাল ঘুরে NRS-এ মৃত্যু যুবকের!
আরও পড়ুন: পরীক্ষা না নিয়েই 'ফুল মার্কস'? মানিক ভট্টাচার্য জমানার নয়া 'কীর্তি' ফাঁস!
এলাকার বাসিন্দারা জানান আমরা দেখেছি অনিমা চক্রবর্তী নামে ওই বৃদ্ধা খাবার না খেয়ে সুস্থ স্বাভাবিকভাবেই জীবন কাটাচ্ছেন। যা দেখে এলাকার এক বাসিন্দা জানান আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখছি এই বৃদ্ধা কোনও শক্ত জাতীয় খাবার না খেয়ে বেঁচে আছেন শুধু মাত্র চা, হরলিক্স এই সব তরল জাতীয় খাবার খেয়ে বেঁচে আছেন। এখনও যে বেঁচে আছেন এটা আমাদের গর্বের বিষয় এবং আমাদের গ্রামের গর্বের বিষয়। যা সত্যি দেখে আশ্চর্যজনক বিষয়। তারা বলছে একদিন খাবার না খেলে মানুষ বাঁচে না কিন্তু ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরেই এভাবেই দিন কাটাচ্ছেন।
শুভজিৎ ঘোষ