উল্লেখ্য, সারা রাজ্যের মধ্যে অন্যতম বিখ্যাত শৈবতীর্থ তারকেশ্বর ছাড়াও খানাকুলের ঘন্টেশ্বর মন্দিরেও ভক্তদের ব্যাপক ভিড় হয়। বিশেষ করে আজকের দিনে হাজার হাজার মানুষ এই মন্দির চত্বরে পুজো দেন। মহকুমার আশেপাশের এলাকার মহিলা থেকে পুরুষ এখানে আসেন।
আরও পড়ুন: মহাশিবরাত্রিতে রাশি মিলিয়ে করুন রুদ্রাভিষেক! সৌভাগ্য চড়বে সোনার সিঁড়িতে, সুখ-সমৃদ্ধিতে ভরবে ঘর
advertisement
এই বিষয়ে এক মহিলা বলেন, “শিবরাত্রি জন্য পুজো দিতে এবং জল ঢালার জন্য এসেছি। এই মন্দির খুবই জাগ্রত এবং প্রাচীন।”
আরও পড়ুন: নবপঞ্চম যোগে ৩ রাশি টাকার পাহাড়ে! সোনায় মুড়বে কপাল, উপচে পড়বে সুখ-সমৃদ্ধি
অন্যদিকে মন্দিরের সেবক উজ্জল বটব্যাল বলেন, “সকাল থেকেই ভক্তের সমাগম হয়েছে। সকাল থেকে পুণ্যার্থীর সংখ্যা বাড়ছে। ঘন্টেশ্বর মন্দির এলাকায় জমজমাট মেলাও বসে পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসেন ভোলানাথের মন্দিরে পুজো দিতে।
শুভজিৎ ঘোষ