কলকাতার পুজো গুলিকে টেক্কা দিতে জেলাতেও থিমের প্রসার। কোথাও টুইন টাওয়ার কোথাও স্ট্যাচু অফ লিবার্টি কোথাও বা আবার আমেরিকার ইসকন মন্দির। পাশ্চাত্যের ছোঁয়ায় ভরে উঠেছে হুগলির বিভিন্ন প্যান্ডেল গুলি। এদেরই মধ্যে পাশ্চাত্যকে ছেড়ে একদম মাটির টানে অভিনব প্যান্ডেল করেছেন উত্তরপাড়ার ভদ্রকালী প্রগতি সংঘ। এই বছরের তাদের পুজোর থিম মা আসছেন মাটির টানে।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপূজোয় মন্ডপ দেখতে বেরিয়ে আপনি পৌঁছে যেতে পারেন বেনারস!
উত্তরপাড়া ভদ্রকালী প্রগতি সংঘের এক কর্মকর্তা জানান, প্যান্ডেলের থিমে বিভিন্ন ক্লাব গুলি বিভিন্ন রকম চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে এসেছে। বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে সবাই বাইরের দেশের বা বাইরের রাজ্যের স্থাপত্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এই সবকিছুর বাইরে নিজেদের যে মাটির টান রয়েছে সেই মাটির টানকে ফুটিয়ে তোলার জন্য তাদের এই বছরের অভিনব ভাবনা মা আসছেন মাটির টানে।গোটা মন্ডপটি তৈরি হয়েছে মাটির হাড়ি, লন্ঠন, বাঁশ দিয়ে।
Rahi Haldar