TRENDING:

Hooghly Durga Puja 2022 II ভদ্রকালী প্রগতি সংঘের এই বছরের পূজোর থিম 'মা আসছেন মাটির টানে'

Last Updated:

পুজোয় অলস বাঙালি খুবই একটিভ হয়ে যায় প্যান্ডেল হপিং করতে। আর হবে নাই বা কেন, বছরের এই চারটে দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে গোটা রাজ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : পুজোয় অলস বাঙালি খুবই একটিভ হয়ে যায় প্যান্ডেল হপিং করতে। আর হবে নাই বা কেন, বছরের এই চারটে দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে গোটা রাজ্য। ছোট থেকে বড় সব পূজা মন্ডপেই কম বেশি মানুষের ঢল চোখে পড়ার মত। দু'বছর করোনা মহামারীর বিধি নিষেধের জন্য প্রাণ খোলা দুর্গাপুজো অনুভব করতে পারেননি কোনও বাঙালি। তবে এই বছর মহামারির প্রকোপ কমতেই জীবন ফিরেছে স্বাভাবিক ছন্দে। লাগাতার দু’বছর ঘরবন্দি থেকে এই বছর ঝাড়া হাত পায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন আট থেকে আশি সকলেই।
advertisement

কলকাতার পুজো গুলিকে টেক্কা দিতে জেলাতেও থিমের প্রসার। কোথাও টুইন টাওয়ার কোথাও স্ট্যাচু অফ লিবার্টি কোথাও বা আবার আমেরিকার ইসকন মন্দির। পাশ্চাত্যের ছোঁয়ায় ভরে উঠেছে হুগলির বিভিন্ন প্যান্ডেল গুলি। এদেরই মধ্যে পাশ্চাত্যকে ছেড়ে একদম মাটির টানে অভিনব প্যান্ডেল করেছেন উত্তরপাড়ার ভদ্রকালী প্রগতি সংঘ। এই বছরের তাদের পুজোর থিম মা আসছেন মাটির টানে।

advertisement

আরও পড়ুনঃ দুর্গাপূজোয় মন্ডপ দেখতে বেরিয়ে আপনি পৌঁছে যেতে পারেন বেনারস!

উত্তরপাড়া ভদ্রকালী প্রগতি সংঘের এক কর্মকর্তা জানান, প্যান্ডেলের থিমে বিভিন্ন ক্লাব গুলি বিভিন্ন রকম চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে এসেছে। বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে সবাই বাইরের দেশের বা বাইরের রাজ্যের স্থাপত্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এই সবকিছুর বাইরে নিজেদের যে মাটির টান রয়েছে সেই মাটির টানকে ফুটিয়ে তোলার জন্য তাদের এই বছরের অভিনব ভাবনা মা আসছেন মাটির টানে।গোটা মন্ডপটি তৈরি হয়েছে মাটির হাড়ি, লন্ঠন, বাঁশ দিয়ে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly Durga Puja 2022 II ভদ্রকালী প্রগতি সংঘের এই বছরের পূজোর থিম 'মা আসছেন মাটির টানে'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল