হুগলির আরামবাগের তেলুয়াতে মা সারদার মেলা বসে। সেখানেই এসেছিলেন পূর্ব বর্ধমানের বড়বৈনানের মঞ্জু সোম। এখান থেকে যাচ্ছিলেন দাদার বাড়ি। ওই বৃদ্ধার দাদার বাড়ি আরামবাগেই। কিন্তু মেলা থেকে বেরিয়ে তিনি পথ হারিয়ে ফেলেন। দাদার বাড়ি খুঁজে পাননি। অসহায়ের মত এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলেন। স্থানীয় মানুষের নজরে বিষয়টি আসে। তাঁরা গোটা ঘটনা জানান আরামবাগের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দীকে। এরপর স্বপনবাবু বিভিন্ন জায়গায় ওই বৃদ্ধার দাদার খোঁজখবর করেন। কিন্তু তাঁর বাড়ি খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত ওই বৃদ্ধাকে পুলিশের হাতে তুলে দেন।
advertisement
আরও পড়ুন: বোরো চাষের সময় চুরি একের পর এক সেচ পাম্প, মাথায় হাত কৃষকদের
এই বিষয়ে কাউন্সিলর স্বপন নন্দী বলেন, স্থানীয়রা খবর দেওয়া মাত্রই তড়িঘড়ি পৌঁছে যাই। ওই বৃদ্ধা দাদার বাড়ি হারিয়ে ফেলেন। অনেক চেষ্টা করেও খোঁজ পাওয়া যায়নি। তাই ওনাকে পুলিশের কাছে পৌঁছে দেওয়া হয়। সূত্রের খবর, এরপর পুলিশ ওই বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁর বাড়ি ফেরার ব্যবস্থা করে দেয়।
শুভজিৎ ঘোষ