চন্দননগরের আলোর সুখ্যাতি জগৎ জোড়া। শুধু দেশ নয়। বাইরের দেশেও পারি দিয়েছে চন্দননগরের আলো। তবে জগদ্ধাত্রী পুজোর সময় সমস্ত আলোক শিল্পীরা তাঁদের সেরা কাজ উপস্থাপন করেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায়। বড় বড় লরিতে লাগানো হয় বিশাল বিশাল আলোকসজ্জা। যা দেখতে ভিড় জমান জেলা তথা রাজ্যের বহু মানুষ। জগদ্ধাত্রী পুজোর আগে এখন সেই কাজ করতেই চরম ব্যস্ততা চন্দননগরের সমস্ত আলোক শিল্পীদের।
advertisement
আরও পড়ুন: থাকবে না ঝুঁকি, গঙ্গাসাগর মেলার আগে খতিয়ে দেখা হল নামখানা পয়েন্টের নিরাপত্তা
আরও পড়ুন: চড়া দামেও দেদার বিক্রি, অবশেষে হাসি ফুটল চুঁচুড়ার পিঁয়াজ ব্যবসায়ীদের মুখে
আলোক শিল্পী মনোজ সাহা তিনি জানান, সারা বছরই তাঁদের আলোর কাজ চলে। তবে দুর্গাপুজোর সময় থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত একেবারে স্নান খাওয়া ভুলে রাতের পর রাত জেগে চলে আলো তৈরির কাজ। দুর্গা পুজোর আগে থেকেই শুরু হয়েছে সেই আলোর কাজ। দীপাবলি উপলক্ষে বাইরের জেলা এবং ভিন রাজ্যেও পৌঁছবে চন্দননগরের আলো। জগদ্ধাত্রী পুজোর আলোক সজ্জার জন্য কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।পুজোর শেষদিন পর্যন্ত চলবে এই আলোকসজ্জার কাজ।
রাহী হালদার





