হুগলির কৃষ্ণবাটি জুনিয়র হাইস্কুল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সেখানে মাত্র ২৬ জন ছাত্রছাত্রী আছে। দু'জন শিক্ষক এবং ১ জন গ্রুপ-ডি কর্মীকে নিয়ে স্কুলটি চলছে। কিন্তু কম পড়ুয়ার জন্য স্কুলটি বন্ধ হয়ে গেলে কী হবে তাই ভেবে মাথায় হাত পড়েছে অভিভাবকদের। চিন্তায় আছেন শিক্ষক ও গ্রুপ-ডি কর্মীও।
আরও পড়ুন: রোজ দেরিতে চলছে ট্রেন! শান্তিপুর লাইনে বিপাকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী থেকে অফিসযাত্রী
advertisement
এই প্রসঙ্গে প্রধান শিক্ষক বিভাস দাস বলেন, স্কুল বন্ধ হয়ে যাবে কিনা সে বিষয়ে কিছু বলতে পারব না। করোনার সময় লকডাউনের কারণে সুবিধার জন্য কিছু শিক্ষক-শিক্ষিকাকে অন্যত্র বদলি করা হয়। তাঁর মতে স্কুলে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা না থাকাতেই ছাত্রছাত্রীর সংখ্যা কমে গিয়েছে। তবে সরকার কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাঁরা অধীর আগ্রহে তাকিয়ে আছেন বলেও জানান।
শুভজিৎ ঘোষ