কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদবের উদ্যোগে চালু হয়েছে দুয়ারে আইনি পরিষেবা। শনিবার সকাল ১১ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এই কর্মসূচি। তৃণমূলের 'ল-লিগ্যাল' সেলের ১০ জন আইনজীবী কানাইপুর গ্রাম পঞ্চায়েতে আসেন সাধারণ মানুষকে আইনি সুবিধা ও পরামর্শ দেওয়ার জন্য। জমি-বাড়ি-খাজনা সংক্রান্ত বিষয় ও অন্যান্য একাধিক আইনি জটিলতার থেকে সহজে নিস্তার পাওয়ার জন্য এই পরিষেবা বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।
advertisement
যেখানে আদালতে লোক আদালত বলে একটি আলাদা অধ্যায় রয়েছে সেখানে আবার দুয়ারে আইনি পরিষেবা চালু করার কতটা তাৎপর্যপূর্ণ? এই প্রশ্নের উত্তরে আইনজীবী অরুণ কুমার আগারওয়াল বলেন, "কোনও মানুষের পেন্ডিং কেস বা যা অনেকদিন ধরে চলে আসছে তা দ্রুত নিষ্পত্তির জন্য লোক আদালত তৈরি। এই দুয়ারে আইনি পরিষেবার সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। এখানে শুধুমাত্র মানুষজনকে আইন সম্পর্কে সচেতন করা ও পরামর্শ দেওয়া হচ্ছে। এবং আগামীতে যদি কাউকে আদালতে আসতে হয় সেখানে যাতে বিনা ব্যয়ে তার কাজ হয়, তাই নিয়ে লিগাল সেলের তরফে সম্পূর্ণ সহযোগিতা করা হবে।"
আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের দফতরে বসেই অ্যাপের মাধ্যমে নজরদারি, মাধ্যমিক পরীক্ষায় এ বার নজিরবিহীন নিরাপত্তা
আরও পড়ুন- মাত্র ১১ বছর বয়সেই কোটিপতি! খুদে ব্যবসায়ীর গল্প জানলে চোখ কপালে উঠবে
দুয়ারে আইনি পরামর্শ কর্মসূচিতে আসা এক স্থানীয় বাসিন্দা তিনি জানান, দীর্ঘ দিন ধরে নিজের দোকান সংক্রান্ত আইনি সমস্যা নিয়ে ভুগছিলেন তিনি। পঞ্চায়েতের এই কর্মসূচিতে এসে তিনি আইনজীবীদের থেকে পরামর্শ পেয়েছেন। সেই মাফিক মঙ্গলবার তিনি আদালতে যাবেন। তাঁর দাবি, এই প্রকল্পের মারফৎ তিনি নতুন করে আইনজীবীদের থেকে অনেক কিছু জানতে পেরেছেন। ফলে আগামীতে উপকৃত হবেন বলে তিনি আশাবাদী।
রাহী হালদার