TRENDING:

Hooghly News: আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় প্রথম আরামবাগের সূর্য

Last Updated:

আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় প্রথম হয়ে বাংলা তথা গোটা দেশের মুখ উজ্জ্বল করলেন আরামবাগের সূর্য মুখোপাধ্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগা চ্যাম্পিয়নশিপে ভারতের মুখ উজ্জ্বল করলেন আরামবাগের সূর্য মুখোপাধ্যায়। তিনি এই প্রতিযোগিতায় প্রথম হয়ে সোনা জিতেছেন। এই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় তিন ভারতীয় তিন যুবক প্রথম স্থান অধিকার করে। তার মধ্যে আরামবাগের সূর্য অন্যতম।
advertisement

আরও পড়ুন: ৭ জানুয়ারি সিপিআইএমের ব্রিগেড সমাবেশ, মাঠ ভরাতে রাস্তায় নামল ডিওয়াইএফআই

গত ৯ ও ১০ সেপ্টেম্বর থাইল্যান্ডে এই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ১১ টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মোট ১৮ জন যুবক-যুবতী এই প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে ১১ জন বিভিন্ন বিভাগে পুরস্কার জেতেন। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র সূর্য মুখোপাধ্যায় এই যোগা প্রতিযোগিতায় সোনা জিতেছেন।

advertisement

View More

সূর্য নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ব্যায়াম করতেন। তারপর ধীরে ধীরে যোগার দিকে আকর্ষিত হন। চলত দিনরাত প্রশিক্ষণ। বর্তমানে আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্র সূর্য। মা ভাস্বতী মুখোপাধ্যায় গৃহবধূ ও বাবা হারাধন মুখোপাধ্যায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সূর্যের এই সাফল্যে বেজায় খুশি পরিবারের সদস্যরা। সূর্যের হাত ধরে বিশ্বের দরবারে আরও একবার উজ্জ্বল হল বাংলার মুখ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় প্রথম আরামবাগের সূর্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল