TRENDING:

Hooghly News: ডেঙ্গি প্রতিরোধে চলছে জোরদার প্রচার, আর পঞ্চায়েত ভবনের সামনেই মশার আঁতুড়ঘর!

Last Updated:

ডেঙ্গি সচেতনতায় সরকারী বড় বড় হোর্ডিং প্রচার আর পঞ্চায়েতের সামনেই ডেঙ্গি মশার আঁতুর ঘর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোঘাট: ডেঙ্গি সচেতনতায় সরকারী বড় বড় হোর্ডিং প্রচার আর পঞ্চায়েতের সামনেই ডেঙ্গির আতুর ঘর। এর ফলে আতঙ্কে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। সরকারি শৌচালয় থেকে নিকাশী নালা সর্বত্রই কিলবিল করছে মশার লার্ভা ও পোকা।
advertisement

ঘটনাটি হুগলির গোঘাট গ্রাম পঞ্চায়েতের সামনেই পঞ্চায়েতের শৌচালয় থেকে পাশাপাশি নিকাশি নালার এমনই ছবি। স্থানীয়দের অভিযোগ বারবার পঞ্চায়েতে জানিয়ে কোন কাজ হয়নি। রাজ্যে যখন ডেঙ্গির আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে পঞ্চায়েতের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। আর এই নিয়ে গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান ক্যামেরার সামনে আসতেই চাইনি।

আরও পড়ুন: বৃদ্ধাশ্রমের দাদু ঠাকুমাদের আনন্দ দিতে এ কী করল হাইস্কুলের পড়ুয়ারা!

advertisement

এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান,বেশ কিছুদিন ধরে পঞ্চায়েতের শৌচালয় থেকে আশেপাশের এলাকায় মশার উপদ্রব বেড়েই চলেছে। বারবার সকলে মিলে স্থানীয় পঞ্চায়েতে এবং ব্লক প্রশাসনকে বিষয়টি নিয়ে জানানো হলেও কোন কাজের কাজ হয়নি। এর ফলে যেকোনো সময় এই ডেঙ্গির উপদ্রবের কারণে সাধারণ মানুষ আক্রান্ত হতে পারে। তাই দ্রুত পরিষ্কার করার আর্জি জানিয়েছেন সাধারণ মানুষ।

advertisement

View More

মশার লার্ভার ছবি তোলার সময়ই খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়। বিষয়টি তার নজরে ছিল না। যদিও এই ঘটনা নজরে আসার পরে বিজয় বাবু ব্যবস্থা গ্রহণে আশ্বাস দিয়েছেন। প্রশ্ন উঠেছে তবে এতদিন সরকারিভাবে ডেঙ্গির মোকাবিলার মাইক প্রচার ও হোডিং দিয়েই কি দায় এড়াচ্ছিল পঞ্চায়েত? বারবার অভিযোগ করা সত্ত্বেও পঞ্চায়েত বা প্রশাসন ব্যবস্থার নেননি কেন সেই প্রশ্নই তুলছেন আমজনতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ডেঙ্গি প্রতিরোধে চলছে জোরদার প্রচার, আর পঞ্চায়েত ভবনের সামনেই মশার আঁতুড়ঘর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল