Hooghly News: বৃদ্ধাশ্রমের দাদু ঠাকুমাদের আনন্দ দিতে বড় উদ্যোগ স্কুল পড়ুয়াদের! উপহার দিল টিভি, জামাকাপড়
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
টিফিন খরচ বাঁচিয়ে বৃদ্ধাশ্রমে দুর্গাপুজো উপলক্ষে নতুন পোশাক, টিভি এবং নিজেদের হাতে তৈরি করা নারকেল নাড়ু তাদের হাতে তুলে দিল পড়ুয়ারা।
আরামবাগ: স্কুল পড়ুয়াদের অন্যরকম কাজ আরামবাগ শহরে। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফুটালেন। আরামবাগ হাই স্কুলের ছাত্ররা টিফিন খরচ বাঁচিয়ে দুর্গাপুজো উপলক্ষে নতুন পোশাক, টিভি এবং নিজেদের হাতে তৈরি করা নারকেল নাড়ু খাওয়ালেন বৃদ্ধাশ্রমের দাদু ঠাকুমাদের। জানা যায় এদিন প্রায় ৩০০ জন ছাত্র ও ৩০ শিক্ষক শিক্ষিকা মিলে একসঙ্গে তারা আশা বৃদ্ধাশ্রমে আসেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মহকুমার বুদ্ধিজীবী মহল।
উল্লেখ্য, শুধুমাত্র পড়াশুনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়াই নয়। বৃদ্ধ দাদু,ঠাকুমা, বাবা-মা সহ অন্যান্য গুরুজনদের শ্রদ্ধা ভালবাসা একটা বড় দায়িত্ব এবং কর্তব্য। আর এবার পুজো উপলক্ষে পাশে দাঁড়ানোর পাঠ দিলেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এদিন প্রায় ১৮ জন বৃদ্ধাশ্রমের আবাসিক সহ অন্যান্য কর্মীদের হাতে উপহার তুলে দেন স্কুলের ছাত্ররা।
advertisement
advertisement
জানা গেছে স্কুল পড়ুয়ারা টিফিন খরচ বাঁচিয়ে কুড়ি হাজার টাকা উপহার দিয়েছেন বৃদ্ধাশ্রমে। তাদের এই কর্মকাণ্ডে অভিভূত প্রধান শিক্ষক সহ স্কুল কর্তৃপক্ষ। এই বিষয়ে বৃদ্ধাশ্রমের আবাসিক মালা ভট্টাচার্য জানান, ব”র্তমান দিনে ছেলেমেয়েরা সেভাবে কেউ গুরুজনদের প্রতি ভালবাসা শ্রদ্ধা এবং সম্মান সচরাচর খুব একটা চোখে পড়ে না।” এই ছোট ছোট স্কুল পড়ুয়ারা বৃদ্ধাশ্রমে পাশে থেকে পুজোর সময় উপহার দেওয়া ভীষণভাবে খুশি আবাসিকরা। বৃদ্ধাশ্রমে থাকা প্রত্যেকেই পড়ুয়াদের আশীর্বাদ করেছেন।
advertisement
স্কুলের পড়ুয়ারদের বক্তব্য আমাদের প্রত্যেকের বাড়িতে প্রবীণরা আছে। তাদের সময় কাটানোর জন্য বাড়িতে বিভিন্ন জিনিস থাকে কিন্তু যারা বৃদ্ধাশ্রমে থাকেন তাদের সেভাবে সময় কাটনোর জন্য কিছুই থাকেনা। তাই আমরা স্কুল থেকে সমস্ত ছাত্ররা মিলে নিজেদের টিফিন খরচ বাঁচিয়ে প্রায় প্রত্যেককে কমবেশি টাকা দিয়ে তাদেরকে পুজোর সময় উপহার তুলে দিয়ে নিজেদের ভাল লাগছে।
advertisement
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 19, 2023 12:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বৃদ্ধাশ্রমের দাদু ঠাকুমাদের আনন্দ দিতে বড় উদ্যোগ স্কুল পড়ুয়াদের! উপহার দিল টিভি, জামাকাপড়