বাজারে গঙ্গার ইলিশ বিক্রি হয় দুই থেকে তিন হাজার টাকা কেজিতে। আবার বড় মাছ হলে আরও দাম। তাই কঠিন পরিশ্রম মেহনত করেও যদি কিছু না মেলে তাহলে এই কঠিন পরিশম ব্যর্থ হয় মৎস্যজীবীদের। তবে ভাগ্যললক্ষ্মী সহায় থাকলে জালে ধরা পড়ে কেজি কেজি সাইজের ইলিশ। সেই দিন আবার বেশ ভাল রোজগার হয় তাদের। পুরোটাই লটারি খেলার মতন হয়ে গেছে তাদের জীবনে ইলিশ মাছ ধরা।
advertisement
আরও পড়ুন: কোটিপতি হতে চান? তাহলে ঘরে রাখুন এই আটটি গাছের যেকোনও একটি! ভাগ্যে শুধুই সোনা!
আরও পড়ুন:
জীবনের বাজি রেখে গঙ্গায় মাছ ধরতে যান এই মৎসজীবীরা। বর্ষার সময় দুর্যোগ ঝড় বিপদ লেগেই থাকে। এই যেমন মহাদেব চন্দ্র দাস। দীর্ঘ ৪০ বছর ধরে গঙ্গায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তবে এখন শুধু মাছ ধরে সংসার চলে না তাই অন্য সময় অন্য কাজ করে উপার্জন করতে হয়। মহাদেবের বাবাও একজন মৎস্যজীবী ছিলেন। তার জীবিকা নির্বাহ করত গঙ্গা ও নৌকার উপরেই। কিন্তু যখন মহাদেবের ৯ মাস বয়স তখন নদীতে জাল ফেলতে এসে বজ্রাঘাতে মৃত্যু হয় তার বাবার। মা গঙ্গা যেমন দেয় তেমন ঠিক নিয়েও নেয়। ঠিক যেন লটারি।
রাহী হালদার