আরও পড়ুন: চা বাগানে রেশন দুর্নীতি! বিস্ফোরক শ্রমিকরা
চাঁপদানির নয়া বস্তির ৪২ নম্বর আইসিডিএস সেন্টারের এই বেহাল অবস্থা। এই সেন্টারে প্রতিদিন ১৬ জন শিক্ষার্থী আসে। এবং মোট ৪৫ জনকে প্রতিদিন পুষ্টি যুক্ত খাদ্য সরবরাহ করা হয়। তবে একটিমাত্র ঘর থাকায় সমস্যায় পড়ছে পড়ুয়া থেকে দিদিমণিরা সকলেই।
advertisement
আইসিডিএস সেন্টারের বেহাল অবস্থা নিয়ে সেন্টারের প্রশিক্ষক শ্রাবণী সরকার বিশ্বাস জানান, দিন কয়েক আগে সেন্টারের অ্যাসবেস্টারের ছাদ থেকে দুটি সাপ বেরোতে দেখা গিয়েছিল। তা দেখে ছাত্রছাত্রীরা খুবই ভয় পেয়ে যায়। তারপর থেকেই অনেকে আর আসছে না। তার উপর সেন্টারটি এমন জায়গা অবস্থিত তার একপাশে রয়েছে রেললাইন, অন্য পাশে জঙ্গল। প্রশাসনের কাছে তাঁরা এ বিষয়ে জানালেও উদ্যোগের অভাবে এখনও কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন। এই বিষয়ে এক অভিভাবিকা বলেন, পরিকাঠামোগত অভাবের কারণে যেভাবে ভুগছে আইসিডিএস সেন্টারটি তাতে ছেলেমেয়েদের এখানে পাঠাতে ভয় করে।
রাহী হালদার





