আরও পড়ুন: হাইস্কুলের মাঠে হাজার আসনের স্টেডিয়াম! গোঘাটে বাড়বে খেলাধুলায় আগ্রহ
এই বিষয়ে চাষীদের দাবি, স্টোর কর্তৃপক্ষকে চাষীদের সঙ্গেকথা বলতে হবে। আর এই আলুর ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে স্টোরে তালা বন্ধ থাকবে। এই আলু অনেক চাষীরাই বীজ করে মাটিতে লাগান। যতক্ষন না পর্যন্ত মালিক পক্ষ চাষীদের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করছেন ততক্ষন পর্যন্তই স্টোরে তালা ঝুলবে।
advertisement
আরও পড়ুন: ‘আবার ওই কোম্পানিতে ফিরে যাব,’ বলছেন উত্তরকাশীর টানেল ১৭ দিন আটকে থাকা সৌভিক
যদিও স্টোর কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্যাশিয়ার জানিয়েছেন, সম্পূর্ণ বিষয়টি মালিকের সঙ্গে চাষীদের ব্যাপার। মালিক আসবেন। এসে চাষীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে দেবেন।তবে বিষয়টিকে কেন্দ্র করে সকাল থেকেই রায়পুর মামুদপুর স্টোর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শুভজিৎ ঘোষ