উল্লেখ্য, হাতে মাত্র দুটি দিন, তারপরই শুরু হবে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন পেশ করার পরে জেলার বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা ঘটেছে। কোথাও রাজনৈতিক হিংসা, আবার কোথাও প্রার্থী নিয়ে তুমুল কর্মীদের অশান্তির ঘটনা রাজ্যে জুড়ে সর্বত্র দেখা গেছে। এরপর থেকেই রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার চালাচ্ছেন। কিন্তু তার মধ্যে এ যেন উল্টো চিত্র দেখা গেল। স্বামীকে না জানিয়ে স্ত্রী তাপসী দোলুই তৃণমূলের প্রার্থী হওয়ায় দেখা দিয়েছে দাম্পত্য কলহ।
advertisement
এই বিষয়ে স্বামী শ্যামল দোলুই জানান বার বার নিষেধ করা সত্ত্বেও তাপসীদেবী শোনেননি। তাই স্ত্রী রাজনীতি করতে গেলে তিনি বিবাহ বিচ্ছেদ করবেন। তিনি কোনওভাবে সংসার তাঁর সঙ্গে করবেন না। দাবি শ্যামলের।
আরও পড়ুন : প্রাণহানি, বিপর্যস্ত যোগাযাগ ব্যবস্থা, বন্ধ স্কুল! প্রবল বর্ষণে বিধ্বস্ত এই রাজ্যগুলি
অন্যদিকে তৃণমূল প্রার্থী তাপসী দোলুই জানাচ্ছেন,তিনি দলকেও ভালবাসেন। সমানভাবে স্বামীকেও ভালবাসেন। তাই তিনি চান তাঁর স্বামী প্রচারে সামিল হোক। তিনি দল এবং স্বামী কাউকেই ছাড়তে পারবেন না।
কিন্তু শ্বশুরবাড়ির পরিবার তাঁদের সিদ্ধান্তে অনড়।পরিবারের সদস্যরা জানাচ্ছেন বাড়ির বউকে তাঁরা বার বার বুঝিয়েছিলেন।রাজনীতি কতটা ক্ষতিকারক হতে পারে তা জানানো হয়েছিল। তার পরও তিনি সংসারের এবং পরিবারের কথা না ভেবে রাজনৈতিক দলের কর্মীদের কথা শুনে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন : ডাইনিং টেবিলে রাখুন এই বিশেষ জিনিস, সংসারে উপচে পড়বে অর্থসুখ, জানুন বাস্তুটিপস
ভোটে প্রার্থী হওয়ার পর থেকে তিনি বাপের বাড়িতে আছেন এবং সেখান থেকেই ভোটের প্রচার করছে। তাঁদের পরিবারের সকলেই সিদ্ধান্ত নিয়েছেন হয় রাজনীতি করতে হবে, না হয় রাজনৈতিক দায়িত্ব ছেড়ে সংসারে ফিরতে হবে।





