Monsoon 2023: প্রাণহানি, বিপর্যস্ত যোগাযাগ ব্যবস্থা, বন্ধ স্কুল! প্রবল বর্ষণে বিধ্বস্ত এই রাজ্যগুলি

Last Updated:
Monsoon 2023: প্রবল বর্ষণে পরিষেবাও বিঘ্নিত৷ ফলে চূড়ান্ত নাকাল সাধারণ মানুষ৷
1/7
লাগাতার বর্ষণে বিপর্যস্ত মুম্বই৷ বৃহস্পতিবারও মুম্বই এবং শহরতলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ মুম্বই শহরাঞ্চলের জন্য জারি করা হয়েছে কমলা অ্যালার্ট৷ রায়গড় জেলার জন্য জারি হয়েছে রেড অ্যালার্ট৷
লাগাতার বর্ষণে বিপর্যস্ত মুম্বই৷ বৃহস্পতিবারও মুম্বই এবং শহরতলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ মুম্বই শহরাঞ্চলের জন্য জারি করা হয়েছে কমলা অ্যালার্ট৷ রায়গড় জেলার জন্য জারি হয়েছে রেড অ্যালার্ট৷
advertisement
2/7
মুম্বই এবং এর শহরতলিতে যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড হল লোকাল ট্রেন৷ প্রবল বর্ষণে সেই পরিষেবাও বিঘ্নিত৷ ফলে চূড়ান্ত নাকাল সাধারণ মানুষ৷
মুম্বই এবং এর শহরতলিতে যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড হল লোকাল ট্রেন৷ প্রবল বর্ষণে সেই পরিষেবাও বিঘ্নিত৷ ফলে চূড়ান্ত নাকাল সাধারণ মানুষ৷
advertisement
3/7
কর্নাটকের দক্ষিণ কন্নড় এবং উডুপি জেলায় বর্ষণের জেরে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন৷ উপকূলীয় কর্নাটকের তিন জেলাতেই রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর৷ এই দুই জেলায় বুধবার অঙ্গনওয়াড়ি, প্রাথমিক ও হাই স্কুল এবং প্রাক বিশ্ববিদ্যালয় কলেজের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে৷
কর্নাটকের দক্ষিণ কন্নড় এবং উডুপি জেলায় বর্ষণের জেরে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন৷ উপকূলীয় কর্নাটকের তিন জেলাতেই রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর৷ এই দুই জেলায় বুধবার অঙ্গনওয়াড়ি, প্রাথমিক ও হাই স্কুল এবং প্রাক বিশ্ববিদ্যালয় কলেজের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে৷
advertisement
4/7
বৃহস্পতিবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে গোয়ার ক্ষেত্রেও৷ রাজ্যের শিক্ষা দফতর থেকে স্কুলগুলিতে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে৷
বৃহস্পতিবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে গোয়ার ক্ষেত্রেও৷ রাজ্যের শিক্ষা দফতর থেকে স্কুলগুলিতে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে৷
advertisement
5/7
বৃহস্পতিবার দিল্লিবাসীরও ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দেই৷ আগামী ৭ দিন রাজধানীতে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে৷
বৃহস্পতিবার দিল্লিবাসীরও ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দেই৷ আগামী ৭ দিন রাজধানীতে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে৷
advertisement
6/7
প্রবল বর্ষণে কারখানার শেড ধসে পড়ায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন পঞ্জাবের লুধিয়ানা এলাকায় দেহলন এলাকায়৷
প্রবল বর্ষণে কারখানার শেড ধসে পড়ায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন পঞ্জাবের লুধিয়ানা এলাকায় দেহলন এলাকায়৷
advertisement
7/7
বর্ষণবিধ্বস্ত হরিয়ানাও৷ আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে হিসারে ৯ মিমি, আম্বালায় ৮ মিমি, সিরসায় ২ মিমি এবং কার্নালে ১ মিমি বৃষ্টিপাত হয়েছে৷ চণ্ডীগড়ে বৃষ্টি হয়েছে ২০.৩ মিলিমিটার৷
বর্ষণবিধ্বস্ত হরিয়ানাও৷ আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে হিসারে ৯ মিমি, আম্বালায় ৮ মিমি, সিরসায় ২ মিমি এবং কার্নালে ১ মিমি বৃষ্টিপাত হয়েছে৷ চণ্ডীগড়ে বৃষ্টি হয়েছে ২০.৩ মিলিমিটার৷
advertisement
advertisement
advertisement