আরামবাগের গড়বাড়ির রাজা রণজিৎ রায় বিশালক্ষী মায়ের মন্দিরে স্বপ্নাদেশ দর্শন পেয়ে মা দুর্গাকে কন্যা রূপের এই মন্দিরে পূজা করেন। আম এবং শাখা দিয়েই দেবী দুর্গা পুজোর হয় এখানে। এভাবেই দীর্ঘদিন ধরে চলে আসছে এই রায়দীঘি মেলা।
আরও পড়ুন- হুগলিতে ব্যতিক্রমী ছবি! সংসার চালাতে কাপড়ে জরির কাজ পঞ্চায়েত উপপ্রধানের
advertisement
স্থানীয় এক ব্যক্তি জানান "এই মেলাতে দেখতাম দূর-দূরান্ত থেকে মানুষ গরুর গাড়ি করে দেখতে আসত এবং এখনও প্রচুর মানুষের সমাগম হয়। এই মেলাতে বিখ্যাত ছিল কাঠের দোকান, মাদুর, কিন্তু বর্তমান যুগে আস্তে আস্তে এইসব হারিয়ে গিয়েছে এখন অন্যান্য জিনিস বিক্রি হয়।
আরও পড়ুন- অবিকল মানুষের মুখ! এ কেমন বাছুর জন্ম নিলো! গোঘাটে অলৌকিক ঘটনা
অন্যদিকে এক ব্যবসায়ী জানান রায়দীঘি মেলা মানেই প্রচুর মানুষের সমাগম এবং বেচাকেনা ভালই হয়। অন্যান্য মেলা থেকে এই মেলাতে সুন্দর পরিবেশ বজায় থাকে।
Suvojit Ghosh