TRENDING:

Hooghly News: বন্ধের মুখে সরকারি পাঠাগার! ঘটনায় সরব স্থানীয়রা

Last Updated:

গ্রামের মধ্যে সরকারি পাঠাগার প্রতিষ্ঠিত হলেও তা এখন বন্ধের মুখে। হুগলির গোঘাট দু'নম্বর ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতে রামকৃষ্ণ ও সারদা সঙ্ঘ পাঠাগার সরকারি হলেও তার পরিষেবা বন্ধ রয়েছে। এর ফলে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোঘাট: গ্রামের মধ্যে সরকারি পাঠাগার প্রতিষ্ঠিত হলেও তা এখন বন্ধের মুখে। হুগলির গোঘাট দু'নম্বর ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতে রামকৃষ্ণ ও সারদা সঙ্ঘ পাঠাগার সরকারি হলেও তার পরিষেবা বন্ধ রয়েছে। এর ফলে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন। বছর পর বছর পড়ে থেকে থেকে পাঠাগারে বই থেকে বিভিন্ন সামগ্রী নষ্ট হচ্ছে কিন্তু সরকারের নজর নেই বলেই দাবি স্থানীয়দের। মূলত এই পাঠাগারে কোনও কর্মী না থাকার জন্যই আস্তে আস্তে বন্ধ হচ্ছে এটি। গ্রামবাসিরা বলেন পঞ্চায়েত এবং প্রশাসনের সংশ্লিষ্ট দফতরের বলেও কোন কাজের কাজ হয়নি।
advertisement

স্থানীয় পাঠাগারের দায়িত্বে থাকা গ্রামের কিছু সহৃদয় ব্যক্তি বলেন ১৯৮০ সালে সরকার অনুমোদন দেন। তখন বেশ ভাল পাঠক ছিল। এই পাঠাগারে স্থানীয় এলাকার বাসিন্দারা বই পড়তে এবং সময় কাটাতে আসতেন। কিন্তু ধীরে ধীরে তা এখন বন্ধের মুখে। পাঠাগার না চলার জন্য ধীরে ধীরে নষ্ট হচ্ছে সব জিনিসও। তারা বলছেন সরকারি এই পাঠাগারে কোন কর্মী না থাকার কারণে বিশেষ করে বন্ধ  হচ্ছে। বারবার বিভিন্ন দফতরে গেলেও কোন সুরাহ হয়নি। এখন তাদের একটাই দাবি কর্মী নিয়োগ করে গ্রামের মধ্যে পাঠাগার চালু করা হোক।

advertisement

আরও পড়ুন: ব্যাগ, পুতুল সহ বাকি সামগ্রী! মহিলাদের কাজ সবাইকে অবাক করে দিচ্ছে

এই বিষয়ে সিপিএম নেতা সত্যসাধন ঘোষ বলেন, "বেশ কয়েক বছর ধরে কর্মী না থাকার জন্য এভাবেই সরকারি পাঠাগার পড়ে পড়ে নষ্ট হচ্ছে। গ্রামের দু একজন ব্যক্তি পাঠাগারটা চালু রাখার জন্য দু-একবার খুলেছিল।" সরকারি এই পাঠাগারে দ্রুত কর্মী নিয়োগ করে চালু করার দাবি তুলছেন বিরোধীরা।

advertisement

View More

আরও পড়ুন: মাসে মাসে জন্মদিন পালন হয় স্কুলে! জানলে অবাক হবেন আপনিও

পঞ্চায়েত প্রধান মেনকা মালিক অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, "গ্রামের মানুষের স্বার্থে পাঠাগার করা হলেও তা অবশ্য এখন বন্ধ রয়েছে কিন্তু গ্রামের মানুষ লিখিত কোন অভিযোগ জানায়নি" তবে প্রশাসনকে বলে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বন্ধের মুখে সরকারি পাঠাগার! ঘটনায় সরব স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল