স্থানীয় সূত্রে খবর, আলিনগর থেকে মারুতি গাড়ি করে মেয়েকে হারিটের বিবেকানন্দ স্কুলে নিয়ে যাচ্ছিলেন সেখ সুরজ। গাড়িতে তার চার বছরের মেয়ে সিরিন ও স্ত্রী পিঙ্কি ছিলেন। কেদারনগর পেরিয়ে সেঁইয়ার আগে কামারপাড়ায় চুঁচুড়া তারকেশ্বর রোডের উপর বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মারুতির মুখে। ট্রাক আর মারুতি রাস্তা থেকে কলা বাগানে নেমে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার পরে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
advertisement
আরও পড়ুন- কয়েকদিন ধরে বন্ধ খাওয়াদাওয়া, তারপরই এ কী করলেন ২১ বছরের যুবক! হুগলিতে চাঞ্চল্য
আরও পড়ুন- পুঁটুলি ফেরত দিল চোর, খুলে দেখতেই চমকে গেলেন বৃদ্ধা, হুগলিতে এ কী কাণ্ড হল
সেখ সুরজ জানান, মেয়েকে গাড়ি করে তিনিই স্কুলে দিয়ে আসেন।আজও যাচ্ছিলন স্ত্রী ও মেয়েকে নিয়ে।হঠাৎ করে বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে।তিনি বাঁদিক দিয়ে যাচ্ছিলেন।স্থানীয়রা জানান,দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।এই এলাকায় রাস্তায় গর্ত থাকায় এর আগেও দূর্ঘটনা ঘটেছে।
রাহী হালদার