হোম /খবর /হুগলি /
পুঁটুলি ফেরত দিল চোর, খুলে দেখতেই চমকে গেলেন বৃদ্ধা, হুগলিতে এ কী কাণ্ড হল

Hooghly News: পুঁটুলি ফেরত দিল চোর, খুলে দেখতেই চমকে গেলেন বৃদ্ধা, হুগলিতে এ কী কাণ্ড হল

গয়না পেলেন নাকি?

গয়না পেলেন নাকি?

চোর তাও আবার সৎ , চুরি করেও চুরির সামগ্রী ফিরিয়ে দিয়ে গেল চোর! অবাক কান্ড চুঁচুড়ার শুঁড়ি পাড়ায়।

  • Share this:

হুগলি: চোর তাও আবার সৎ , চুরি করেও চুরির সামগ্রী ফিরিয়ে দিয়ে গেল চোর! অবাক কান্ড চুঁচুড়ার শুঁড়িপাড়ায়। গত ৭ দিন আগে এক বৃদ্ধার বাড়ি থেকে চুরি হয়েছিল লক্ষাধিক টাকার সোনার গহনা। সপ্তাহ শেষ হতে না হতেই পুঁটলি বাধা অবস্থায় সেই সব সোনার গয়না পাওয়া ফিরত পেলেন ওই বৃদ্ধা।

স্থানীয় সূত্রে খবর, হুগলি চুঁচুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড শুঁড়িপাড়ার বাসিন্দা শোভনা লাহিড়ী। ৭৯ বছর বয়সী ওই বৃদ্ধার বাড়িতে গত কয়েকদিন আগে সকালেই চুরি হয় লক্ষাধিক টাকার সোনার গহনা। আলমারি থেকে সোনার চেন, বালা, চূড়, আংটি প্রায় সাত লাখ টাকার সোনার গহনা চুরি যায় বলে অভি‌যোগ। চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ করেন বৃদ্ধা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।

বৃদ্ধা বাড়ির নীচতলার ঘরে থাকেন। দোতলার ঘরে থাকেন ছেলে দেবজিৎ স্ত্রী ছেলেকে নিয়ে থাকেন। দেবজিৎ-এর প্রডাকশান হাউস এর ব্যবসা। ঘটনার দিন বৃদ্ধা পাশের ঘরে খবরের কাগজ পড়ছিলেন। তার আলমারি থেকে গহনা চুরি হয়ে যায়।পুলিশ তদন্তে গিয়ে দেখে যে আলমারি থেকে গহনা চুরি হয়েছে তার লক ভাঙা হয়নি। সকাল বেলায় বাড়িতে চোর ঢুকে পড়ল কেউ টের পেল না! ছেলের ব্যবসার কী অবস্থা জানতে পুলিশ বিজনেস স্ট্যাটাস, নাতির ডকুমেন্টারি তৈরির বিষয়ে জানতে চায়। বাড়ির সবার ফোন নম্বরও থানায় জমা দিতে বলে। পাশাপাশি চুঁচুড়া শহরের সোনার দোকানগুলোতে খোঁজ খবর শুরু করে।

আরও পড়ুন: ফের ভাইরাস-আতঙ্ক! জ্বর, কাশি, শ্বাসকষ্ট! এক্কেবারে করোনার মতো, বাচ্চাদের সামলে..

আরও পড়ুন: শহরে অ্যাডিনো-আতঙ্ক! জ্বর হলেই বাচ্চাকে উল্টোপাল্টা ওষুধ নয়, আগে দেখে নিন পুরসভা কী বলছে

এক সপ্তাহ পর সকাল সাড়ে নটা নাগাদ চুরি যাওয়া সব গহনা একটি পুঁটুলি বেঁধে বৃদ্ধার ঘরে ফেলে যায় চোর। সকালে বাড়ির পরিচারিকা সুমনা দাস ঘর ঝাঁট দিতে গিয়ে খটের নীচে পুঁটুলি দেখতে পায়। স্থানীয় কাউন্সিলর সঞ্জিব মিত্রকে খবর দেন বৃদ্ধা। গহনা চুরির সময় কাউন্সিলর এসেছিলেন পুলিশে অভিযোগ করতে সাহায্য করেছিলেন।কাউন্সিলর আসতে পুঁটুলি খোলা হয় দেখা যায় সব গহনাই রয়েছে তাতে।

সঞ্জিব ঘোষ বলেন, চুরির পর বৃদ্ধার ছেলেকে বলেছিলাম দেখবি চুরির সামগ্রী ফিরে পাবি।কারন এর আগেকয়েকটি ঘটনা দেখা গেছে চুরি হয়েছে কিন্তু পুলিশ ছানবিন শুরু করতেই চুরির সামগ্রী উদ্ধার হয়েছে।বৃদ্ধার বাড়িতে চুরির ক্ষেত্রেও তাই হল।আসলে পুলিশ যেভাবে তৎপর হয়েছে তাতে চোর বুঝতে পেরেছে হজম করা যাবে না।বৃদ্ধা চুরির সামগ্রী ফিরে পাওয়া নিয়ে কিছু বলতে চাননি।

তবে প্রতিবেশি অর্চনা বসু বলেন,গত সোমবার শুনলাম দেবজিৎ এর বাড়িতে চুরি হয়েছে।গিয়ে দেখলাম আলমারি খোলা জামা কাপড় ছড়ানো।ওরা বলল ১২ ভরি মত সোনা নাকি চুরি হয়েছে।তারপরে পুলিশ এল।আজ সকালে শুনছি পুটলি বেঁধে ওই গহনা ফিরিয়ে দিয়ে গেছে চোর।অবাক লাগছে।চুরি হল আবার দিয়েও গেলো।দুদিন আগে শুঁড়িপাড়ায় রাধা কৃষ্ণ মন্দিরে ঠাকুরের মুকুট চুরি হয়ে গেল সেটা অবশ্য ফেরত দিয়ে যায়নি।

পরিচারিকার দিদিমা সন্ধা মাল বলেন, একটা ষন্ডা মার্কা লোক ভেতরে হাত গলিয়ে পুঁটুলিটা ফেলে দিয়ে গেছে ওই বাড়ির বৃদ্ধা বলেছিল।ঘর ঝাঁট দিতে গিয়ে দেখতে পায় সুমনা।কয়েক লক্ষ টাকার গহনা চুরি করেও সামগ্রী ফেরত দিয়ে গেল কেন চোর, আলমারি না ভেঙে কি ভাবে চুরি, চোরের খোঁজ চালানোর পাশাপাশি কিছু প্রশ্নের উত্তর পেতে তদন্ত চালাচ্ছে চুঁচুড়া থানার পুলিশ।

রাহী হালদার

Published by:Uddalak B
First published: