গাড়িতে থাকা দুই জনই গাড়ির ভেতর থেকেই সেই বজ্রবিদ্যুতের আঁচ অনুভব করেন। তারপরেই হঠাৎই গাড়ির স্টেয়ারিং থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। চোখের পলকেই গাড়িতে আগুন লেগে যায়। মিনিট ৫ এর মধ্যেই সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। গাড়ির চালক কিতাবুল মল্লিক বলেন, হটাৎ গাড়িটিতে ধোঁয়া হয়ে যায়। ধোঁয়া দেখে তড়িঘড়ি ব্যাটারির লাইন কেটে দেন তিনি। তার পরও আগুন জ্বলতে থাকে গাড়িতে । তিনি আরও বলেন,'আমরা সকলেই বেরিয়ে এসে প্রাণে রক্ষা পাই। পুরো গাড়িটি চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়।'
advertisement
আরও পড়ুন: ফ্লিপকার্ট সেলে বাম্পার ডিসকাউন্ট! জলের দরে বিকোচ্ছে স্মার্টফোন! না কিনলেই মিস!
আরও পড়ুন: দুধ, মধু, জল! বয়সের ছাপ পড়তে দেবে না আয়ুর্বেদের এই টোটকা! জানুন উপায়
গাড়ির মালিক সবিতা সাহা বলেন, সামনে ট্রান্সফরমারে একটি বাজ পড়তে দেখেন তারা। তারপর থেকেই গাড়ি স্টেয়ারিং দিয়ে ধোঁয়া বেরোতে শুরু হয়। তিনি গাড়ি থেকে নেমে সামনের বনেট খুলে ড্রাইভারকে দেখতে বলেন ততক্ষণেই গাড়িতে আগুন লেগে যায়। কোনরকমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। পুলিশ সূত্রে খবর, বাজ পড়ার ফলে গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। গাড়ির ভিতরে কেউ না থাকায় সবাই প্রাণে বেঁচে যায়।
রাহী হালদার