এদিন, মুখ্যমন্ত্রীর এক ভক্তের দেখা মিলল সভাস্থলের ঠিক বাইরে। নাম তাঁর কাশীনাথ মান্না। সিঙ্গুর আন্দোলনের সময় থেকে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছেন। সিঙ্গুর আন্দোলনে কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। মুখ্যমন্ত্রী যখন আবর সিঙ্গুরের আসছেন, তখন ফের দলের কর্মী হিসেবে এগিয়ে এসেছেন কাশীনাথ। হাতে লম্বা বাঁশের উপরে বিশাল পতাকা, এসেছিলেন মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে শরিক হতে।
advertisement
কাশীনাথ মান্না বলেন, মুখ্যমন্ত্রী জনগণের স্বার্থে সর্বদা কাজ করেন। সিঙ্গুর আন্দোলন থেকেই তিনি বড় পতাকা নিয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে শরিক হয়েছিলেন কাজে। সেই পতাকা আজও বয়ে বেড়াচ্ছেন কাঁধে করে। আমি আশাবাদী নতুন করে আবারও উন্নয়ন হবে সিঙ্গুরের।
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2023 6:32 PM IST