চাষীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সমিতিকে টাকা দেওয়া হয়েছিল, কিন্তু টাকা জমা পড়েনি। বিদ্যুত দফতরের বকেয়া টাকা তছরুপ করার অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সমিতির এক নেতার বিরুদ্ধে। সময়মত জল না মেলায় চাষের জমিতে ফাটল দেখা দিয়েছে, ফলন কম হবে, এমনটাই দাবি চাষীদের। কি করে মেটাবে মহাজনের ঋণ? চিন্তায় চাষীরা। চাষীদের দাবি, প্রসাশন বিষয়টির প্রতি নজর দিক এবং বিদ্যুত সংযোগের ব্যবস্থা করা হোক।
advertisement
স্থানীয় চাষীরা জানান, মিনি পাম্পের জল দিয়ে ৪০-৫০ বিঘে জমিতে চাষ হয়। ওই মিনি পাম্পের উপরেই নির্ভরশীল এলাকার চাষীরা।
চণ্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মলয় খাঁ জানিয়েছেন, সমিতিতে বিদ্যুৎ দফতরের কোনওরকম বিল জমা পরেনি, চাষীরাও কোনও টাকা দেননি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিদ্যুৎ অফিস সূত্রে খবর, বিদ্যুত বিল বকেয়া রয়েছে প্রায় তিন লক্ষেরও বেশি টাকা । বকেয়া টাকা জমা পড়লে বিদ্যুৎ সংযোগ করা হবে।
রাহী হালদার