ওই দিনই বিকেল বেলায় ধান জমিতে ওষুধ দিতে যান স্থানীয় কিছু বাসিন্দারা। ধান গাছে ওষুধ দিতে গিয়ে জমির পাস থেকে গোঙানির আওয়াজ পান স্থানীয় এক যুবক সুবল হেমব্রম। কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই বৃদ্ধাকে ধান জমিতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে।
advertisement
আরও পড়ুন: ব্রিজ থেকে WhatsApp-এ নিজের ভিডিও শেয়ার! তারপরেই ভয়াবহ কাজ করল স্কুল ছাত্রী
স্থানীয় বাসিন্দা সুবল হেমব্রেম জানান, ওই বৃদ্ধা তাদের গ্রামেরই বাসিন্দা। ঠাকুমা বাড়ির গবাদি পশুদের খাওয়ানোর জন্য প্রতিদিনই মাঠে ঘাস কাটতে আসতে। তিনি আরো জানান বৃদ্ধা তাকে বলেন মুখ চাপা দিয়ে জোর করে নির্যাতন করা হয়েছে তাকে। অভিযুক্ত যুবক ঘটনার কথা কাউকে জানাতে বারণ করে। যদি কাউকে বলে তাহলে তাকে প্রাণে মারারও হুমকি দেয়। বৃহস্পতিবার রাতেই নির্যাতিতার মেয়ে পান্ডুয়াথানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে পান্ডুয়া থানার পুলিশ অভিযুক্ত সচীনকে গ্রেফতার করে। ধৃত যুবক শচিন হাঁসদার বিরুদ্ধে ৩৪১ ৩৭৬ ধারায় মামলা রুজি করা হয়েছে। অভিযুক্ত যুবককে শুক্রবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়।অভিযুক্ত যুবককে ১৪দিনের জেল হেফাজত দিয়েছে চুঁচুড়া মহকুমা আদালত।
রাহী হালদার