পৌরাণিক এই কাহিনী মতেই চলে আসছে মহেশ জগন্নাথ দেবের রথ যাত্রার এক বিশেষ হোড়াপঞ্চমী উৎসব। এই উৎসব উপলক্ষে এলাকার ছেলেরা মন্দির থেকে মা লক্ষ্মীকে মশাল জ্বালিয়ে পালকিতে নিয়ে মাসির বাড়ি নিয়ে আসেন। মা লক্ষ্মী জগন্নাথ দেবের মাসির বাড়ি গিয়ে সর্ষে পোড়া দেন । সেখানে মা লক্ষ্মী সর্ষে পোড়া দিয়ে জগন্নাথদেবকে বশ করেন। বশীভূত করার পর ঠিক ন'দিনের মাথায় উল্টোরথে ভগবান জগন্নাথদেব আবার ফিরে আসেন তাঁর নিজের মন্দিরে।
advertisement
বিগত দুবছর বাদে আবারও গড়িয়েছে মাহেশের রথের চাকা। জাঁক চমক করে হাজারও ভক্তের ঢল নেমেছিল রথের দিন। রাজ্যের গন্যমান্য ব্যক্তি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা সবাই উপস্থিত ছিলেন রথের দিন। এবার হরপঞ্চমী উৎসব দেখতেও ভক্তদের ভিড় নামে জগন্নাথদেবের মাসির বাড়ি সামনে। মা লক্ষ্মীর সর্ষে পোড়া পেতে ভিড় জমান শতাধিক ভক্তবৃন্দ।
রাহী হালদার