TRENDING:

Hooghly News|| এলোপাথাড়ি ছুরির কোপ, তবুও টাকার ব্যাগ ছাড়লেন না ব্যবসায়ী! লড়লেন শেষ রক্তবিন্দু দিয়ে

Last Updated:

Hooghly Crime: বাড়ি ফেরার সময় ব্যবসায়ীর উপর হামলা করে তিন ছিনতাইবাজ। সঙ্গে থাকা টাকা দিতে না চাওয়ায় এলোপাথাড়ি কোপাতে থাকে ব্যবসায়ীকে। তবুও 'যকের ধন'-এর সন্ধান পেল না দুষ্কৃতীরা...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ছিনতাইয়ের উদ্দেশ্যে ব্যবসায়ীকে আটকে এলোপাথাড়ি ছুরির কোপ। গুরুতর জখম হন প্রেমেন্দু ঘোষ নামে ওই ব্যবসায়ী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির হরিপালের ইলাহিপুর এলাকায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে শিয়াখালার একটি নার্সিংহোমে ভর্তি করে পুলিশ। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement

জানা গিয়েছে, আক্রান্ত ব্যবসায়ী প্রেমেন্দু ঘোষের বাড়ি চণ্ডিতলার জঙ্গলপাড়া এলাকায়। হরিপালের নালিকুল এলাকায় তাঁর একটি হার্ডওয়ারের দোকান আছে। রোজের মত মঙ্গলবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তখন‌ই হরিপালের ইলাহিপুর এলাকায় আক্রান্ত হন। অভিযোগ, একটি বাইকে করে তিন যুবক এসে হঠাৎ তাঁর পথ আটকায়। পুলিশের অনুমান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এসেছিল ওই যুবকরা। ব্যবসায়ীর কাছে নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা ছিল। সেই টাকা তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন ওই ব্যবসায়ী বাধা দিলে তাঁকে ওই তিন যুবক ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায় বলে অভিযোগ। ব্যবসায়ীর চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

advertisement

আরও পড়ুন: নামতে নামতে স্কুটি নিয়ে সোজা নদীতে! পাশে দাঁড়িয়ে রইল লঞ্চ

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় হরিপাল থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় তারা ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিয়াখালার একটি নার্সিংহোমে ভর্তি করে। পাশাপাশি ব্যবসায়ীর পরিবারকে খবর দেয় পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, ছিনতাইকারীরা বেশ কিছুদিন ধরে প্রেমেন্দু ঘোষের উপর নজরদারি চালাচ্ছিল। এক কষেই তারা মঙ্গলবার রাতে হামলা করে। সেই সঙ্গে ওই ছিনতাইকারীরা জানত রাতে বাড়ি ফেরার সময় ওই ব্যবসায়ীর কাছে মোটা টাকা থাকে। তবে মঙ্গলবার রাতে ওই ব্যবসায়ীকে গুরুতর জখম করলেও তাঁর টাকার ব্যাগ নিয়ে যেতে পারেনি ছিনতাইকারীরা। বর্তমানে গুরুতর আহত ওই ব্যবসায়ীর চিকিৎসা চলছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News|| এলোপাথাড়ি ছুরির কোপ, তবুও টাকার ব্যাগ ছাড়লেন না ব্যবসায়ী! লড়লেন শেষ রক্তবিন্দু দিয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল