উল্লেখ্য, দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হওয়ার পর থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠে এসেছে। শহর থেকে গ্রামাঞ্চল জুড়ে প্রায় বেশিরভাগ মানুষই টাকার বিনিময়ে ফর্ম ফিলআপ করিয়েছে। অভিযোগ, যে কোনও ক্যাম্পে বেআইনিভাবে কোথাও কুড়ি টাকা আবার কোথাওবা ৫০ টাকা করে নিয়েছে ওই সমস্ত এলাকার ব্যক্তিরা। এ বারও তার ব্যতিক্রম হল না আরামবাগের আরান্ডি অঞ্চলে।
advertisement
এই বিষয়ে স্থানীয়দের বক্তব্য বেশ কিছু এলাকার যুবক দুয়ারে সরকার ক্যাম্পের সামনে বসে ফর্ম ফিল আপ করে দেওয়ার নাম করে টাকা নিচ্ছে বলে অভিযোগ। এমনকি বেশিরভাগ সাধারণ মানুষকে বার বার বোঝান ক্যাম্প সম্পর্কে। ফলত অনেক মানুষই বিশ্বাস করে তাদের কাছে টাকার বিনিময়ে ফর্ম ফিলাপ করছে। তাদের মধ্যে অনেকেই বেআইনিভাবে টাকা নেওয়ার কথা সরাসরি পঞ্চায়েত প্রধানকে জানানো হয়। ঘটনার খবর যাওয়া মাত্রই ওই এলাকা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। পঞ্চায়েত প্রধানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
পঞ্চায়েত প্রধান জানান, সম্পূর্ণ বিনা খরচে উপভোক্তাদের সাহায্য করার জন্য আশাকর্মী থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মীরা রয়েছেন। তাই সাধারণ মানুষের কাছ থেকে ফর্ম ফিলআপের জন্য অনৈতিকভাবে টাকা নেওয়া যাবে না।