দীর্ঘদিন যাবত দমকল কর্মীদের দাবি ছিল তাদের জন্য একটি সুরক্ষিত ও উপযুক্ত জায়গা প্রদান করা হোক। সেই মর্মে কয়েকদিন আগেই দমকলের উচ্চ পদস্থ আধিকারিকরা এসে এলাকা পরিদর্শন করেন। কোন্নগর পৌরসভার সহযোগিতায় নতুন করে দমকলের অফিস তৈরির জন্য একটি জায়গাও দেখে দেওয়া হয়। ভগ্ন প্রায় ভুতুড়ে বাড়ির মধ্যে থেকে দমকলের মতন জরুরি বিভাগ কাজ করা খুবই কঠিন হয়ে পড়েছিল। কারণ যে কোনদিনই ভেঙে পড়তে পারে দমকলের অফিসের পুরনো বিল্ডিং।
advertisement
আরও পড়ুন: বট গাছের ভিতরে মন্দির! সেখানে রয়েছেন জাগ্রত ভোলেবাবা! ভক্তদের ভিড়! জানুন
দমকল অফিসের এই ভগ্ন দশা নিয়ে কোন্নগরের এক বাসিন্দা জয়ন্ত চক্রবর্তী বলেন যারা মানুষের বিপদে রাত দুপুরে ছুটে যায় সেই দমকল কর্মীরাই দীর্ঘদিন ধরে বিপদে।দীর্ঘদিন ধরেই তারা দেখে আসছে এই ভাঙা বিল্ডিং থেকেই কাজ চালায় দমকল কর্মীরা।যেটা খুবই বিপজ্জনক।যাদের হাতে মানুষের সুরক্ষার দায়িত্ব তাদের সুরক্ষা কোথায়।কিন্তু এখন শুনতে পাওয়া যাচ্ছে যে কোন্নগর পুরসভা এই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে চলেছে। আর খুব দ্রুতই হয়ত দমকল বিভাগ নতুন কোন জায়গায় নতুন বিল্ডিং পেতে চলেছে।কোন্নগরের মানুষ হিসাবে কখনই কেউ চায়নি যে দমকলের মতন একটা গুরুত্বপূর্ণ বিভাগ কোন্নগর থেকে সড়ে যাক। কিন্তু এবার কোন্নগর পুরসভা যে এই বিষয়ে হস্তক্ষেপ করছে এটা খুবই আনন্দের বিষয়।
আরও পড়ুন:
এই বিষয়ে কোন্নগর পুরসভার পুর প্রধান স্বপন দাস বলেন জমি জটের কারণে দীর্ঘদিন এই দমকল অফিসটি ভগ্নপ্রায় অবস্থায়।আর আর তিনি কোন্নগরের মানুষ হিসেবে কখনোই চান না যে দমকল অফিসটি কোন্নগর থেকে অন্য কোথাও চলে যাক। এই অফিস থেকেই উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত সমস্ত জায়গার মানুষ দমকল বিভাগের সুবিধা পায়। তাই এবার পুরসভার বোর্ড মিটিংয়ে সকলের সম্মতিতে ঠিক হয়েছে যে কোন্নগর স্টেশনের কাছেই হিম পাইপ এলাকায় প্রায় কয়েক কোটি টাকা মূল্যের একটি জমি দমকল বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
আর সেই জায়গাটি স্টেশনের কাছে হওয়ায় দমকল বিভাগ ও খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যেতে পারবে যে কোন বিপদে। জমিটি আগামি-মাসেই দমকলের কাছে হস্তান্তর করে দেওয়া হবে,আর যতদিন না নতুন বিল্ডিং সেখানে তৈরি হচ্ছে সেখান থেকেই দমকল বিভাগ যে কাজ চালাবে তার ব্যবস্থা করে দেওয়া হবে।তারপর দমকল কতৃপক্ষ ঠিক করে নেবে নতুন বিল্ডিং তারা কখন তৈরি করবে।কিন্তু নতুন বিল্ডিংয়ের জন্য জমি ঠিক করা হয়ে গেছে ইতিমধ্যেই আর বোর্ড মিটিংয়ে সেটা পাশ করানো হয়ে গেছে।আর কোন্নগর পুরসভা দমকল বিভাগের মতন একটা গুরুত্বপূর্ণ বিভাগের পাশে দাঁড়াতে পেরে যথেষ্টই খুশি।
রাহী হালদার