TRENDING:

Hooghly News: আশ্চর্য প্রতিভা! এক মিনিটে কুড়িটি ঐতিহাসিক নিদর্শনকে চিহ্নিতকরণ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড-এ হরিপালের অরণ্য

Last Updated:

বয়স মাত্র ১ বছর ১১ মাস এরই মধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম নথিভুক্ত করেছে। মাত্র এক মিনিটে কুড়িটি মনুমেন্টে চিহ্নিত করার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে স্বীকৃতি পেয়েছে হরিপালের অরণ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : বয়স মাত্র ১ বছর ১১ মাস এরই মধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম নথিভুক্ত করেছে। মাত্র এক মিনিটে কুড়িটি মনুমেন্টে চিহ্নিত করার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে স্বীকৃতি পেয়েছে হরিপালের অরণ্য। এত কম বয়সে এই প্রতিভা দেখে স্তম্ভিত পরিবার-পরিজন থেকে এলাকাবাসীর সকলেই। ছোট্ট অরন্যের কীর্তি দেখে অনেকেই মনে করছেন ভগবান প্রদত্ত ক্ষমতা রয়েছে তার মধ্যে। ছোট তাকেই বই-খাতার সঙ্গে বিশেষ ভালোবাসা। নিজে মনেই খেলাধুলা করতে করতে পড়াশোনা শিখে ফেলেছে।
advertisement

কথা বলতে না পারলেও ইশারা দিয়ে সমস্ত কিছুই বোঝাতে পারতো ছোটবেলা থেকে ছোট্ট অরণ্য। ঘরের সমস্ত জিনিসপত্র ইশারাতেই সে চিহ্নিতকরণ করতে পারত। তাই দেখেই তার মায়ের ভাবনা আসে কিভাবে ছেলের এই প্রতিভাকে তুলে ধরা যায়। সেই অনুযায়ী ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর নাম নথিভুক্ত করনের জন্য প্রচেষ্টা করেন। ৩০ টি বিষয়ে ভিডিও আপলোড করতে হয়।

advertisement

আরও পড়ুনঃ বিশ্ব কর্নিয়া দিবস উদযাপন হুগলিতে

মাত্র এক মিনিটে কুড়িটি ঐতিহাসিক স্থান সঠিক ভাবে চিহ্নিতকরণ করার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডএ নিজের নাম নথিভুক্ত করেন ছোট্ট অরন্য। এ বিষয়ে তার মা মৌমিতা ঘোষ দাস জানান, ছোট থেকেই ইশারায় কথা বলার একটি অভ্যাস ছিল অরণ্যের। আঙুল দিয়ে ঘরের কোন জিনিসটা কি সেটা ঠিক সে বুঝিয়ে দিতে পারত। সেই থেকেই তাকে পড়াশোনা শেখাতে শুরু করেন তিনি।

advertisement

View More

আরও পড়ুনঃ সামনে ফলক লাগানো রাস্তা তৈরির, কিন্তু রাস্তা কই!

প্রথমে ছবি দেখিয়ে কোনটা কি তাকে জিজ্ঞাসা করলে সে আর সহজেই বলে দিতে পারতো। অরন্যর এই প্রতিভাকে তুলে ধরার জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসের প্রয়াস করা। অরণ্যের প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড। তাদের বাড়ির ছোট্ট সদস্যের এত বড় সাফল্যে আনন্দিত পরিবারের সবাই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: আশ্চর্য প্রতিভা! এক মিনিটে কুড়িটি ঐতিহাসিক নিদর্শনকে চিহ্নিতকরণ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড-এ হরিপালের অরণ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল