TRENDING:

Hooghly News: পরবর্তী অপারেশনের ঠিক আগে পুলিশের জালে ডাকাত দল, তারপর কি হল!

Last Updated:

ডাকাতির জন্য গভীর রাত সবচেয়ে আদর্শ সময়। বৃহস্পতিবার রাতেও পরবর্তী অপারেশনের জন্য বসে ছক কষছিল ডাকাত দলটি। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে এসে পড়ে পুলিশ। আর তারপর...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: গোপন ডেরায় বসে নিশ্চিন্তে পরবর্তী অপারেশনের ছক কষছিল ওরা। কিন্তু হঠাৎই পুলিশ এসে সবকিছু ভণ্ডুল করে দিল। উল্টে হাতেনাতে ধরা পড়র ৪ ডাকাত। হুগলির ব্যান্ডেলের ঘটনা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয় অস্ত্র সহ লুটপাটের নানান সরঞ্জাম। বৃহস্পতিবার গভীর রাতে ব্যান্ডেল ইএসআই-এর পরিত্যক্ত কোয়ার্টার থেকে তাদের পাকড়াও করে পুলিস। সূত্রের খবর, নতুন জায়গায় ডাকাতি করার জন্য‌ই তারা ওখানে জড়ো হয়েছিল‌‌। ঠিক সেই সময়‌ই হানা দিয়ে তাদের ধরে ফেলল চন্দননগর কমিশনারেটের পুলিশ।
ধৃত ৪ ডাকাত
ধৃত ৪ ডাকাত
advertisement

জানা গিয়েছে, চন্দননগর কমিশনারেটের আধিকারিকদের কাছে খবর আসে ব্যান্ডেল ইএসআই সংলগ্ন পরিত্যক্ত কোয়ার্টারে কাছে অজ্ঞাত পরিচয় কিছু যুবকের আনাগোনা ঘটেছে। খোঁজ নিতে পাঠানো হয় ব্যান্ডেল ফাঁড়ির পুলিসকে। নির্দেশমতো স্থানীয় পুলিশের একটি টহলদারি গাড়ি সেখানে গিয়ে পৌঁছয়। হঠাৎ পুলিশের টহলদারি গাড়ি দেখে পালানোর চেষ্টা করে ওই অজ্ঞাত পরিচয় যুবক তথা ডাকাতরা। যদিও তারা পুলিশের খপ্পর থেকে বাঁচতে পারেনি। পুলিশ তাড়া করে চারজনে ধরে ফেলে। তবে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।

advertisement

আরও পড়ুন: কাঞ্চন মল্লিক পৌঁছবেন মানুষের ঘরের দরজায়-দালানে, কেন জানেন?

ধৃতদের নাম শেখ নূর মহম্মদ, শিবা তুড়ি, রোহিত দাস ও সুমিত বাল্মিকী। জিজ্ঞাসাবাদের পর তাদের চুঁচুড়া থানায় নিয়ে আসা হয়। সেখানে পুলিশ ওই চার ডাকাতকে গ্রেফতার করে। ধৃতদের দু'জন ব্যান্ডেল সাহেবপাড়ার বাসিন্দা। বাকি দু'জনের একজন পাঞ্জাবি পাড়া ও একজন বনমসজিদের বাসিন্দা।

advertisement

View More

ঘটনা হল বেশ কিছুদিন ধরেই চুঁচুড়ায় চুরি-ডাকাতি সংখ্যা বেড়ে গিয়েছে। সম্প্রতি দোকানের মধ্যে সিঁধ কেটে ঢুকে চুরির বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। দেওয়াল ভেঙে মোবাইল দোকানে চুরি থেকে শুরু সিঁধ কেটে সোনার দোকানে চুরির মত একের পর এক ঘটনা ঘটছিল। পুলিশের অনুমান, ধৃত ডাকাতদের সঙ্গে জেলার সাম্প্রতিককালের চুরি-ডাকাতির সম্পর্ক থাকতে পারে। তবে তাদের জিজ্ঞাসাবাদের পরই বিষয়টা সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পরবর্তী অপারেশনের ঠিক আগে পুলিশের জালে ডাকাত দল, তারপর কি হল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল