গত কয়েকদিন ধরে ডিভিসি জল ছাড়ছিল না। এদিকে বোরো ধান রোপণের সময় হয়ে গিয়েছে। ফলে চিন্তায় পড়েছিলেন কৃষকরা। মূলত তাঁরা ধান রোপণের জন্য জলের আশায় ছিলেন। সঠিক সময় জমিতে জল আসায় বেজায় খুশি তাঁরা। এর ফলে চাষ খুব ভালো হবে বলে মনে করছেন কৃষকরা।
আরও পড়ুন: খড়ের ফটোফ্রেম বর্ধমানের হস্তশিল্প মেলায় সুপারহিট
advertisement
এই বিষয়ে খানাকুল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় কৃষকের পাশে থাকেন। খানাকুলের বোরো চাষ বলতে গেলে পুরোটাই সেচের জলের উপর নির্ভর করে হয়। এদিকে সম্প্রতি বেশ কিছু জায়গায় কাজ হচ্ছিল, তাই ভালো জল আসছিল না। বিষয়টি নজরে আসতেই প্রশাসনকে বলে অস্থায়ী বাঁধগুলি জেসিবি দিয়ে কাটিয়ে দেওয়া হয় । এর পর ডিভিসির জল এলাকায় ঢুকতে শুরু করেছে। সব মিলিয়ে এই বছর ফলন ভালো হওয়ার বিষয়ে আশাবাদী কৃষকরা।
শুভজিৎ ঘোষ