আরও পড়ুন: প্রকাশ্য লোকালয়ে ওটা কী! দেখতে উপচে পড়ল মানুষের ভিড়, তারপর যা হল…
আরামবাগের কেশবপুর এলাকায় মধু সংগ্রহের জন্য মালদহর কালিয়াচক থেকে এসেছেন বেশ কিছু মৌ পালক। কিন্তু তিলের এই মরসুমে তাঁদের খরচের তুলনায় মধু সংগ্রহের পরিমাণ খুবই কম। ফলে গোটা বছর কীভাবে চলবে সেই চিন্তায় ঘুম ওড়ার জোগাড় তাঁদের। কীভাবে এই পরিস্থিতির বদল ঘটবে তাও ভেবে পাচ্ছেন না।
advertisement
মৌ পালকরা জানান, আবহাওয়ার কারণে মধু উৎপাদন অনেকটা কমে গিয়েছে। এদিকে মূল্য বৃদ্ধির জন্য মধু সংগ্রহের খরচও ব্যাপকভাবে বেড়েছে। ফলে যা মধু সংগ্রহ হচ্ছে তা বেচে খরচে উঠছে না।
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 1:48 PM IST