জানা গেছে, বিলুপ্তপ্রায় এই প্রাণীটির যাতে কোন ক্ষতি না হয় তাই তাঁরা সেটি বনদফতরের হাতে তুলে দিতে চাইছেন। এই ঘটনায় সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষজন। এই বিষয়ে স্থানীয় এক প্রতিবেশী জানান, প্রচন্ড পরিমাণের বৃষ্টি হচ্ছিল। ঠিক সেই সময় বাড়ির বাইরে বের হয়েছিলাম। তখনই রাস্তাতে দেখা যায় ওই কচ্ছপটিকে।
আরও পড়ুন ঃ বেঁধে দেওয়া হল বাস ভাড়া, বাস মালিকদের কপালে চিন্তার ভাঁজ
advertisement
এরপরই বাড়িতে খবর দেওয়া হয় এবং কচ্ছপটিকে রাস্তা থেকে উদ্ধার করে বাড়িতে রাখা হয়। প্রতিবেশীরা দেখার জন্য তাদের বাড়িতে ভিড় পর্যন্ত জমায়। অনেকেই বলছেন ছবিতে দেখেছেন কিন্তু এই প্রথম সামনা সামনি কচ্ছপটিকে দেখা হল। অন্যদিকে পরিবারের সদস্যরা জানিয়েছেন অতিরিক্ত বৃষ্টির জেরে মনে হয় জলাশয় থেকে উঠে রাস্তায় চলে এসেছে।
স্থানীয় ঐ ব্যক্তি বলার পর বাড়িতে কচ্ছপটিকে নিয়ে আসা হয়। তাকে নিরাপত্তার মধ্য দিয়ে রেখে রাত্রির মধ্যেই বন দফতরে খবর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে ওই বিরল প্রজাতির প্রাণীটি কোনরকম ক্ষতি না হয় তার জন্যই এই উদ্যোগ নিয়েছি বলে জানান।
Suvojit Ghosh