Bus Fare: বেঁধে দেওয়া হল বাস ভাড়া, বাস মালিকদের কপালে চিন্তার ভাঁজ
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
বিজেপি সরকারের পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে বাসের ভাড়া বৃদ্ধি হওয়া উচিত এমন একটি সুপারিশ জমা পড়েছে রাজ্যের এস্টিমেট কমিটির থেকে।
হুগলি: এখনই বাড়ছে না বাসের ভাড়া। সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তবে নিত্যদিনের জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে ভাড়া না বাড়ায় সমস্যায় পড়ছেন বাস মালিক সংগঠন। বিধানসভায় জমা করা এস্টিমেট কমিটির সুপারিশও জানানো হয় ভাড়া বাড়ানোর কথা। তবে তার সবুজ সংকেত এখনো মেলেনি মুখ্যমন্ত্রী থেকে। একদিকে বাস ভাড়া না বাড়ায় কিছুটা আশ্বস্ত হয়েছেন যাত্রীরা। অন্যদিকে দুশ্চিন্তা রয়েই গেছে বাস মালিকদের কপালে।
এই বিষয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী তিনি জানিয়েছেন, কেন্দ্রের বিজেপি সরকারের পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে বাসের ভাড়া বৃদ্ধি হওয়া উচিত এমন একটি সুপারিশ জমা পড়েছে রাজ্যের এস্টিমেট কমিটির থেকে। তবে এখনই কোনো বাসের ভাড়া বাড়ছেনা। সরকারি ও বেসরকারি দুই বাসের ক্ষেত্রে এই একই বিধি নির্ধারণ রয়েছে।
আরও পড়ুনঃ জেলায়-জেলায় মারাত্মক হচ্ছে ডেঙ্গি, কী করে প্রতিরোধ করবেন? উপায় জানাচ্ছেন চিকিৎসক
তিনি জানান, বিভিন্ন বেসরকারি বাস সংগঠনগুলি তারা নিজেরাই তাদের সঠিক ধারা নির্ধারণ নিয়ে দ্বন্দ্বে রয়েছে। তাই সরকারের তরফ থেকে সকলের জন্য একটি নির্দিষ্ট ভাড়া বেঁধে দেওয়া রয়েছে। জনসাধারণের কথা মাথায় রেখেই এই নির্দেশনামা মানা হবে।
advertisement
advertisement
তবে বেসরকারি বাসের ক্ষেত্রে যদি কোথাও লাগামহীন ভাড়া বৃদ্ধির ঘটনা ঘটে তবে সেক্ষেত্রে প্রমাণ স্বরূপ পরিবহন দফতরে যোগাযোগ করলে যথা যত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ ভরা বর্ষায় রাস্তার উপরে চাটাই পেতেই চলছে ক্লাস! স্কুলে কেন যাচ্ছে না পড়ুয়া থেকে শিক্ষকরা?
তবে জেলার নিত্যযাত্রী যারা রয়েছেন তাদের বক্তব্য কিন্তু একটু আলাদা। তারা বলছেন জেলায় বাসের সংখ্যা কমে যাওয়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে। আগে যে রাস্তা ১৫ থেকে কুড়ি টাকার বাস ভাড়া চলে যাওয়া যেত, এখন সেই রাস্তা দিয়ে যেতে গেলে কম করে ৫০ থেকে ৬০ টাকা খরচ হচ্ছে।
advertisement
কারণ রাস্তায় বাসের সংখ্যা খুবই কম। তাই বাধ্য হয়ে বাস না পেয়ে অটো টোটোর উপরে ভরসা করতে হচ্ছে। যার ফলে অনেকটাই ব্রেক জার্নি করতে হচ্ছে তার কারণেই যাতায়াতের সময় লাগছে বেশি, খরচও বাড়ছে নিত্যদিন।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 02, 2023 7:27 PM IST









