Dengue: জেলায়-জেলায় মারাত্মক হচ্ছে ডেঙ্গি, কী করে প্রতিরোধ করবেন? উপায় জানাচ্ছেন চিকিৎসক
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
Dengue: স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির পক্ষ থেকেও নিজ নিজ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরামবাগ: হুগলি জেলা জুড়ে বেশ কিছু এলাকায় ভয়ঙ্কর আকার ধারণ করছে ডেঙ্গি। প্রায় ৪০০ ছাড়িয়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলায় নতুন করে কয়েকটি এলাকায় ডেঙ্গি সংক্রমণের খোঁজ মিলেছে। ডেঙ্গি নিয়ে সর্বত্র উদ্বেগের মধ্যেই শুরু হয়েছে নিম্নচাপ। জমা জল থেকে ডেঙ্গি মশা আঁতুড় ঘর যাতে না বাড়ে তার দিকে নজর দিতে হবে সমস্ত মানুষকে। বেশিরভাগ জায়গাতেই মশাবাহিত এই রোগ নিয়ে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির পক্ষ থেকেও নিজ নিজ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তারপরেও এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যদিও আরামবাগ মহকুমায় এই রোগের প্রাদুর্ভাব এখনও তেমনভাবে উল্লেখযোগ্য নয়।
advertisement
তবুও এই রোগ প্রতিরোধে কি করণীয়, আর আক্রান্ত হলেই বা কি করতে হবে সে ব্যাপারে খোঁজখবর লোকাল এইটিন বাংলার নিয়েছিলেন আরামবাগের বিশিষ্ট চিকিৎসক ডাঃ অশোক কুমার নন্দী।
advertisement
এই বিষয়ে বিশিষ্ট চিকিৎসক ডাঃ অশোক কুমার নন্দী জানান, “প্রতি বছরই ডেঙ্গি শুধু নয়, মশা বাহতি রোগ গুলো বাড়ে। তার কারণ বর্ষার জল বেশিরভাগ জায়গাতেই জমে এবং সেখানে মশাদের উপদ্রব বাড়ে। প্রথমেই সকলকে দেখতে হবে বাড়ির পাশে চারদিকে জমার জল কোথাও থাকলে তা দ্রুত পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত বাড়িতে রাত্রিতে মশারি খাটানো খুবই প্রয়োজন এবং খেয়াল রাখতে হবে মশা যাতে কামড়াতে না পারে। পাশাপাশি বহু পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন। যদি কেউ ডেঙ্গি আক্রান্ত হয় জ্বর হয় তাহলে সবার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2023 6:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue: জেলায়-জেলায় মারাত্মক হচ্ছে ডেঙ্গি, কী করে প্রতিরোধ করবেন? উপায় জানাচ্ছেন চিকিৎসক