আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে মিলছে রেডিমেড তালের বড়া! দোকানের বাইরে গৃহিণীদের লম্বা লাইন
উল্লেখ্য, জেলার বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই ছোট এবং বড় স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে চুরির ঘটনা লেগেই থাকে। বেশিরভাগই দুর্গা পূজার সময় চুরির ঘটনা ঘটে। তাই দুষ্কৃতীদের হাত থেকে চুরি রুখতে স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে জেলাতে শিবির অনুষ্ঠিত হচ্ছে। এবার আরামবাগ থানার উদ্যোগে রবীন্দ্র ভবনের মহকুমার ব্যবসায়ীদের সঙ্গে সভাটি করা হয়।
advertisement
এই বিষয়ে স্বর্ণ ব্যবসায়ীরা জানান প্রতিবছরই পুজোর আগেই প্রশাসন ডেকে পাঠায়। দোকানগুলিতে চুরি আটকাতে আলোচনা করা হয়। যেভাবে দিনের পর দিন চুরির ঘটনা ঘটছে জেলায়, যাতে না হয় সেই দিকে সচেতন করে প্রশাসন।
অন্যদিকে, আইসি জানিয়েছেন অনেক সময় দেখা গিয়েছে চুরির ঘটনা বারংবার হচ্ছে। বিশেষ করে এই দুর্গা পূজার সময় দোকানগুলিতে চুরি হয়। তাই কীভাবে সমস্যা সমাধান হবে সেই সমস্ত বিষয় নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে সভা করা হয়।
Suvojit Ghosh