এই ঘোষাল বাড়ির দেবীর নাম আগুন খাকি নত নোয়া। কথিত আছে, স্বপ্নাদেশে দেবী বলেছিলেন, শ্মশানের ঈশান কোন খুললে নাকের নথ এবং নোয়া মিলবে। এর পরের দিনই লোকজন নিয়ে যাওয়া হয় শ্মশানে। মেলে নথ ও নোয়া। সেই থেকেই এই পুজোয় দেবী দুর্গাকে নাকের নথ এবং নোয়া পরানো প্রচলিত। পুজোর সংকল্পে গোসাইমনি এবং রামানন্দের নাম করা হয়।
advertisement
পরিবারের এক সদস্য জানান, পুজোর চারটে দিন সকলেই আনন্দে মাতোয়ারা হয়ে থাকেন। প্রাচীন রীতি মেনে এই পুজো হয়। গ্রামের মানুষজনদের নিয়ে পুজোর বিভিন্ন অনুষ্ঠান থেকে ভোগ রান্না… সবেতেই মেতে ওঠেন ঘোষাল বাড়ির সদস্যরা।
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 4:08 PM IST