TRENDING:

Durga Puja 2023: দেবীর স্বপ্নাদেশে মিলেছিল গয়না, ৬০০ বছর ধরে পূজিত ঘোষাল বাড়ির দুর্গা

Last Updated:

আরামবাগের অন্যতম জনপ্রিয় পুজো হল হাটবসন্তপুর এলাকার ঘোষাল বাড়ির দুর্গাপুজো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ: আরামবাগের বিখ্যাত পুজো ঘোষাল বাড়ির দুর্গাপুজো। জানা যায় প্রায় ৬০০ বছরের আগে এক সাধক ছিলেন, নাম সাধক রামানন্দ। তিনি বিবাহ করেছিলেন গোসাইমনির সাথে। দম্পতির কোনও সন্তান হয়নি। হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে রামানন্দের মৃত্যু হয়। তখন ছিল সতীদাহা প্রথা। সেই অনুযায়ী স্বামীর মৃত্যুর পর স্ত্রী গোসাইমনি মৃত্যুবরণ করেন। এরপর কেটে যায় বেশ কয়েক বছর। ফের ঘোষাল বাড়িতে জন্ম হয় এক সাধকের। তাঁর নাম ছিল কৃষ্ণকান্ত তর্কমশায়। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সাধক।জানা যায়,কৃষ্ণকান্ত হঠাৎ করে ঘুমের মধ্যে দুর্গা দেবীর স্বপ্নাদেশ পান। তারপর থেকেই ধুমধাম করে ঘোষাল বাড়িতে দুর্গাপুজো শুরু হয়।
advertisement

এই ঘোষাল বাড়ির দেবীর নাম আগুন খাকি নত নোয়া। কথিত আছে,  স্বপ্নাদেশে দেবী বলেছিলেন,  শ্মশানের ঈশান কোন খুললে নাকের নথ এবং নোয়া মিলবে। এর পরের দিনই লোকজন নিয়ে যাওয়া হয় শ্মশানে। মেলে নথ ও নোয়া। সেই থেকেই এই পুজোয় দেবী দুর্গাকে নাকের নথ এবং নোয়া পরানো প্রচলিত। পুজোর সংকল্পে গোসাইমনি এবং রামানন্দের নাম করা হয়।

advertisement

পরিবারের এক সদস্য জানান, পুজোর চারটে দিন সকলেই আনন্দে মাতোয়ারা হয়ে থাকেন। প্রাচীন রীতি মেনে এই পুজো হয়।  গ্রামের মানুষজনদের নিয়ে পুজোর বিভিন্ন অনুষ্ঠান থেকে ভোগ রান্না… সবেতেই মেতে ওঠেন ঘোষাল বাড়ির সদস্যরা।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
Durga Puja 2023: দেবীর স্বপ্নাদেশে মিলেছিল গয়না, ৬০০ বছর ধরে পূজিত ঘোষাল বাড়ির দুর্গা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল