যে সকল শিশু জন্ম থেকেই কানে শুনতে পায় না, মানসিক রোগ সহ বিভিন্ন জটিল সমস্যায় ভোগে তাদের আগাম চিকিৎসা হবে এখানে। এই বিভাগটি মেডিকেল কলেজের এমারজেন্সি বিল্ডিংয়ের দোতলায় গড়ে উঠেছে।
আরও পড়ুন: মজে যাচ্ছে ঘিয়াবতী, চিন্তায় কাকদ্বীপের মানুষ
ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেশন বিভাগ প্রসঙ্গে আরামবাগ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ইন্দ্রা দত্ত জানান, অনেকদিন ধরেই এই বিভাগের কাজকর্ম চলছিল। মঙ্গলবার সম্পূর্ণরূপে এর পরিষেবা শুরু হল। শিশুদের স্পেশালিস্ট ট্রিটমেন্টের কথা মাথায় রেখেই এই বিভাগ চালু হয়েছে বলে তিনি জানান। যে সকল বাচ্চারা প্রাথমিক পর্যায়ে রোগে আক্রান্ত তাদের চিকিৎসা এখানে হবে বলে তিনি জানিয়েছেন। এতে আরামবাগ মহকুমা এলাকার শিশুদের বিভিন্ন জটিল রোগের সমাধান আরো সহজে হবে বলে চিকিৎসা মহলের অভিমত।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 9:01 PM IST