শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় সকাল থেকেই শুরু হয়েছিল ব্যাপক আকারে বৃষ্টিপাত। এরই মধ্যে হুগলির কোদালিয়া ২নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনাভারুই গ্রামের উপর নেমে আসে ঘূর্ণিঝড়। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি চাষের জমি। পুজোর আগে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে মাথায় হাত স্থানীয় বাসিন্দাদের।
advertisement
ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। গোটা এলাকা পরিদর্শন করে দেখেন তিনি কোথায় কত কী ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়েও নজর দেন। এই বিষয়ে বিধায়ক তিনি জানান, প্রাকৃতিক বিপর্যয় সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা কারওর নেই। তবে যে সমস্ত মানুষদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের কিছুটা হলেও ক্ষতিপূরণ দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক অসিত মজুমদার।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2023 2:52 PM IST






