গোন্দলপাড়া এলাকা, ফরাসি অধ্যুষিত সময় থেকেই বড় বড় পুরাতন বাড়িতে ভর্তি। এমনকি মণ্ডপ যেখান থেকে শুরু হয়েছে তার লাগুয়া রয়েছে একটি পুরাতন বাড়ি। সেই বাড়ির গা বরাবর শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। শিল্পীর নিখুঁত হাতের কাজ পুরাতনকে পুরাতনের মতন করেই তুলে ধরেছে। লম্বা দালান, মণ্ডপের সামনে একটি পাতকুয়া, শিব মন্দির, তুলসীদালান, বট গাছের গুড়িতে বনবিবির আরাধনা, সব মিলিয়ে পুরাতনকেই ফুটিয়ে তোলা হয়েছে নতুন ছন্দে।
advertisement
আরও পড়ুনBirbhum News : ছটপুজোয় বীরভূম, ঠিক যেন মিলন মেলা
লক্ষ্মী পুজোর পরের দিন থেকেই মণ্ডপ তৈরির কাজে লেগে পরেছিলেন পুজো উদ্যোক্তারা। পুরো মণ্ডপটি তৈরি হয়েছে কাঠ, সিমেন্ট, কাপড় প্রভৃতি দিয়ে। মণ্ডপের মধ্যে ডাকের সাজে ঐতিহ্যশালী জগদ্ধাত্রী মূর্তি। মণ্ডপ দেখে দর্শনার্থীরা বলছেন তারা যেন পুরাতন চন্দননগরের পুরাতন বাড়ি গুলির মধ্যে এসে পড়েছেন।
এই বিষয়ে একজন পুজো উদ্যোক্তা জানান, চন্দননগরের পুরাতন সময়কে ফুটিয়ে তোলায় তাদের লক্ষ্য ছিল। দর্শনার্থীরা যখন মণ্ডপকে পুরনো বাড়ি বলে মনে করছে তা প্রমাণ করে মণ্ডপ শয্যার শিল্পী নিখুঁত হাতের কাজের।
রাহী হালদার