আরও পড়ুন: মন্ত্রীর এলাকার হাসপাতালের জরাজীর্ণ দশা, বিপাকে রোগীরা
আরামবাগ শহরে দেখা গেল চারিদিকে জমে রয়েছে জল, নোংরা আবর্জনা, পরিষ্কার হয়নি নিকাশি নালা। এই পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়ছে ছোট থেকে বয়স্করা। ঘটনাটি আরামবাগ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়া এলাকার। চারিদিকে তাকালেই এই ভয়ঙ্কর ছবি নজরে আসবে। আবার একটু বৃষ্টি হলেই বাড়িতে ঢুকে যাচ্ছে জল। আর সেই জল কমতে ১০ থেকে ১২ দিন সময় লেগে যায়। এর ফলে এলাকায় বাড়ছে মশার উপদ্রব এবং দুর্গন্ধ। এভাবেই বছরের পর বছর চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস করছেন স্থানীয়রা।
advertisement
এই বিষয়ে স্থানীয়দের অভিযোগ, তাঁদের সমস্যার কথা সমস্ত রাজনৈতিক দল এবং পুরসভাকে জানালেও কাজের কাজ কিছু হয়নি। এর জেরে ক্ষোভ তৈরি হয়েছে পরিবারগুলির। অন্যদিকে পুরপ্রধান সমীর ভান্ডারী অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, বিষয়টির দিকে নজর আছে। ওই এলাকায় দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি। তবে চারিদিকে যখন ডেঙ্গি সংক্রমণ বাড়ছে সেই সময় কবে পুরসভার টনক নড়বে তা নিয়ে প্রশ্ন উঠছে।
শুভজিৎ ঘোষ