আরও পড়ুন: আকাশ থেকে উড়ে পড়ল ওটা কী? চুঁচুড়ায় মারাত্মক কাণ্ড! আতঙ্ক-শোরগোল
দীপা বাউল দাসের অভিযোগ তিনি তৃনমূল করেন বলে তার এক বিঘা শশা খেত ওষুধ দিয়ে নষ্ট করে দিয়েছে বিজেপি। সকালে দেখতে পান সব শশা গাছ ঝলসে গেছে।ফলন্ত গাছ মরে যাওয়ায় অনেক টাকার ক্ষতি হয়েছে তার। আর কদিন পরেই ভোট হুগলিতে তার আগে তৃনমূল নেত্রীর ফসল নষ্টে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।বিজেপি যদিও অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন,তৃনমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল।সাটিথান পঞ্চায়েতে তৃনমূলের সদস্যরা আবাস যোজনা থেকে শৌচালয়ের টাকা নিজেদের অ্যাকাউন্টে নিয়েছে তার অভিযোগ উঠেছে।সেই সব সামাল দিতে পারছে না তাই বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2024 4:13 PM IST