আরও পড়ুন: সাইকেল করে পথে পথে ঘুরছেন বিডিও! ব্যাপারটা কী?
মঙ্গলবার আরামবাগের ১ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের রেজিস্ট্রেশন কর্মসূচি সারল এইচপির এক প্রতিনিধি দল। এই বিষয়ে এইচপির আধিকারিক সুমন কর্মকার জানান, রেজিস্ট্রেশন করা হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে। তার কারণ পাইপ লাইনের মাধ্যমে সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে যাবে গ্যাস। পরবর্তীতে এই গ্যাস খরচা করার জন্য থাকবে মিটার বক্স। এর ফলে অনেকটা গ্যাস সাশ্রয় হবে বলে তিনি জানান।
advertisement
আরামবাগের পুরপ্রধান সমীর ভান্ডারী জানান, এ ধরনের গ্যাস ব্যবহারের ফলে অনেকটাই সুবিধা পাবে। যার ফলে মধ্যবিত্ত বাড়িতে বেশি অঙ্কের টাকা খরচা করে গ্যাস ব্যবহার করছিলেন তাঁরা অনেকটাই আর্থিক দিক থেকে উপকৃত হবেন। অন্যদিকে আরামবাগের মানুষও পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ পরিষেবাকে দু’হাত তুলে স্বাগত জানিয়েছে।
শুভজিৎ ঘোষ