গণেশের দাবি, পৃথিবীর সমস্ত স্থাপত্যই নিজের হাতে অনুকরণ করতে পারেন। ইতিমধ্যেই তৈরি করেছেন হাওড়া ব্রিজ থেকে শুরু করে তাজমহল, তিরুপতির মন্দির, প্যারিসের আইফেল টাওয়ার-সহ একাধিক বৃহৎ স্থাপত্য।
এই প্রতিভা দেশ-বিদেশে ছড়িয়ে দিতে চান চন্দননগরের গণেশ ভট্টাচার্য। তবে সরকারের থেকে কোনওরকম সহযোগিতার হাত পাননি বলেই জানান। সরকারের সাহায্য ছাড়াই নিজের প্রতিভা নিজের শেষ প্রাণবিন্দু পর্যন্ত চালিয়ে যেতে চান গণেশ ভট্টাচার্য।
advertisement
আক্ষেপের সুরে গণেশ জানান, বিদেশের শিল্পের কদর থাকলেও এ দেশে শিল্পটা মানুষের কাছে আবেগ। তাই শিল্পীর যথাযথ মর্যাদা পান না তাঁরা। তাঁর শিল্পসত্তা বাঁচিয়ে রাখার জন্য তিনি তাঁর হাতের তৈরি সেই মনুমেন্টগুলি বিক্রি করতেও প্রস্তুত। যদি তাঁর শিল্প মানুষজন কেনে তবে তিনি আবার আরও নতুন নতুন বাঁশের মিনিয়েচার স্থাপত্য তৈরি করতে পারবেন।